Man whom Mukesh Ambani gifted House worth 1500 Crore

বৌয়ের থেকেও বেশি ভরসা, দিয়েছেন ১৫০০ কোটির উপহার! মুকেশ আম্বানীর এই বন্ধুকে চেনেন?

পার্থ মান্নাঃ মুকেশ অম্বানী, নামটা ছোট হোক বা বড় সকলের কাছেই অতিপরিচিত। একদিকে মোবাইল নেটওয়ার্ক কোম্পানি Reliance Jio এর মালিক তো অন্যদিকে ভারত তথা বিশ্বের সবচয়ে ধনী ব্যক্তিদের অন্যতম তিনি। অগাস্ট ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী ৯.১ লক্ষ কোটি টাকার মালিক তিনি। তবে একদিনে সবটা হয়নি, বহু বছরের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই জায়গায় আছেন অম্বানী। তবে তার এই সাফল্য ও দীর্ঘ কর্মজীবনে একজন ছিলেন যাকে মুকেশ আম্বানী চোখ বুঝে ভরসা করতেন। কে তিনি জানেন?

চলুন আজ মুকেশ অম্বানী নয় সেই মানুষটার সম্পর্কে জেনে নেওয়া যাক যাকে আম্বানীর ছায়াসঙ্গী বলা যেতে পারে। সেই কলেজ থেকেই পরিচয় দুজনের। মুম্বাই ইউনিভার্সিটির কেমিক্যাল টেকনোলজি বিভাগে পড়াশোনার সূত্রেই আলাপ দুজনের। ১৯৮০ সালে ধীরুভাই আম্বানীর সাথেই শুরু হয়েছিল কর্মজীবন। সেই থেকে আজও রিলায়ান্সেই কাজ করছেন তিনি। জানতে ইচ্ছা করছে কোন মানুষটাকে নিজের স্ত্রীর থেকেও বেশি ভরসা করেন আম্বানি?

তিনি হলেই মনোজ মোদী। হ্যাঁ মনোজ মোদী শুরু থেকেই মুকেশ আম্বানীর সাথে রয়েছেন। এমনকি তাঁর ও বাবার থেকেই ছেলে মেয়ে অনন্ত অম্বানী থেকেই ঈশা অম্বানী ব্যবসার খুঁটিনাটির শিক্ষা পেয়েছে বলা যেতে পারে।

Mukesh Ambani with Manoj Modi

জানলে অবাক হবেন, ২০২০ সালে ফেসবুকের সাথে রিলায়েন্স জিওর একটি চুক্তি হয়েছিল। ঐতিহাসিক এই ৪৩ হাজার কোটির চুক্তি সফল হওয়ার পিছনে হাত ছিল মনোজ মোদীরই। সেই কারণেই মুকেশ অম্বানী খুশিতে একটি ১৫০০ কোটির বাড়ি উপহার দিয়েছেন মনোজ মোদীকে। আর বর্তমানে Reliance Retail & Jio এর ডিরেক্টর পদে কাজ করছেন তিনি।

আরও পড়ুনঃ আচমকাই বন্ধ বাংলার সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাজ, হাইকোর্টের দারস্ত ক্লাব

প্রসঙ্গত, স্ত্রী নিতা অম্বানিকেও জন্মদিনে এলাহী উপহার দিয়ে ভড়িয়েছেন মুকেশ অম্বানী। ৪৪তম জন্মদিনে একটি ২৪০ কোটি টাকার প্রাইভেট জেট উপহার দিয়েছিলেন স্ত্রীকে। এছাড়াও প্রায় ১০ কোটি মূল্যের Rolls-Royce Cullinan Black Badge গাড়ি উপহার দিয়েছিলেন স্ত্রী নিতাকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X