Arijit

‘আমাকে নিয়ে চিন্তায় থাকা উচিৎ বিরাটের’, হুঁশিয়ারি দিলেন স্কটল্যান্ডের স্পিনার

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেট ব্যাট হাতে যথেষ্ট সফল ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির বিরুদ্ধে নামার আগে যে কোনো প্রতিপক্ষ আলাদা করে পরিকল্পনা করতে বাধ্য হয়।

   

তবে এবার সরাসরি বিরাট কোহলিকে হুঁশিয়ারি দিলেন স্কটল্যান্ড এর স্পিনার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে স্কটল্যান্ড। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে স্কটল্যান্ড। স্বাভাবিকভাবে ভারতের মুখোমুখি হতে হবে তাদের। তবে তার আগে হুঁশিয়ারি দিলেন স্কটল্যান্ডের বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট।

ওয়াট বলেন, ‘বিরাটের জন্য অনেক পরিকল্পনা রয়েছে আমার। এই মুহূর্তে তা আমি গোপন রাখছি। আমি মনে করি এই বিষয়ে ওর চিন্তিত হওয়া উচিত। বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে আপনি নিজেকে চ্যালেঞ্জ করতে চান। বিশ্বের সেরা তারকাদের বিরুদ্ধে আপনি খেলতে চান। বিশ্বের প্রত্যেককে আমরা দেখাতে চাই আমাদের খেলার ক্ষমতা। তার জন্য আমরা মুখিয়ে রয়েছি।’