Arijit

রাঁচিতে ৩১ রান করেই কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন মার্টিন গুপ্টিল

ব্যাট হাতে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গুপ্টিল। এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে এই রেকর্ডটি নিজের নামে ধরে রেখেছিলেন কোহলি এবার সেই রেকর্ড ভেঙ্গে তাতে নিজের নাম বসালেন নিউজিল্যান্ডের মার্টিন গুপ্টিল।

   

এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন মার্টিন গুপ্টিল। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তিনিই। ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রাঁচিতে ব্যাট হাতে এই রেকর্ডটি গড়লেন কিউয়ি তারকা।

এই ম্যাচে নামার আগে কোহলির থেকে 10 রানে পিছিয়ে ছিলেন তিনি। রাঁচিতে 15 বলে 31 রান করে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন মার্টিন গুপ্টিল। 111 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে গুপ্টিলের রান 3248, অপরদিকে মাত্র 95 টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে কোহলির ঝুলিতে 3227 রান।