ঝড়বৃষ্টির মধ্যেই প্লে-অফ খেলতে কলকাতায় বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান ও সামি

মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়েলস। আইপিএলের প্লে অফের ম্যাচ খেলতে ইতিমধ্যেই কলকাতায় চলে এলো গুজরাট দল। শনিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির মধ্যে কলকাতায় পৌঁছালো হার্দিক পান্ডিয়াদের বিমান।

ঝড়বৃষ্টির জন্য তাঁদের বিমান কলকাতা বিমানবন্দরে নামতে কিছুটা দেরি হয়। কলকাতার আকাশ সীমায় প্রবেশ করার পরেও নামতে পারল না গুজরাত দলকে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা বেসরকারি সংস্থার বিমান। কারণ, প্রবল ঝড় এবং ব়ৃষ্টি। বেশ কিছুটা সময় আকাশে চক্কর কাটার পর আবহাওয়ার উন্নতি হলে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিদের বিমানকে নামার অনুমতি দেওয়া হয় কলকাতা বিমানবন্দরের তরফে। ঋদ্ধিমানরা অবশ্য নির্বিঘ্নেই কলকাতায় পৌঁছেছেন।

নিজেদের বিমানে ওঠার পর একটি ছবি পোস্ট করেন বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা গুজরাত টাইটান্সের ওপেনার ঋদ্ধিমান সাহা। তার পাশেই বসে ছিলেন বাংলার অপর এক ক্রিকেটার মহম্মদ সামি। এই মুহূর্তে গুজরাটের বোলিংয়ে অন্যতম প্রধান শক্তি এই মহম্মদ সামি। বাংলার এই দুই ক্রিকেটার দীর্ঘদিন পর নিজেদের প্রিয় শহর কলকাতায় এসে যে বেশ খুশি সেটাই তারা এই ছবির মাধ্যমে প্রকাশ করেছেন।

Avatar

Koushik Dutta

X