Arijit

দীর্ঘদিন ধরে দুরন্ত পারফরম্যান্স করেও বিশ্বকাপে জায়গা হলনা, ক্ষোভ উগরে দিলেন সিরাজ

শেষ এক বছরে ভারতীয় ক্রিকেটে বেশ কয়েকজন তরুণ তুর্কির উদয় ঘটেছে। তবে যে সমস্ত তরুণ ক্রিকেটারদের উত্থান ঘটেছে তাদের মধ্যে অন্যতম মহম্মদ সিরাজ। ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার পর গত অস্ট্রেলিয়া সফরে হঠাৎই টেস্ট দলে ভাগ্য খুলে করে যায় মহম্মদ সিরাজের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

   

যে সমস্ত তরুণ ক্রিকেটাররা এখন ভারতীয় দলে নিজেদের স্থান পাকা করেছেন তাদের মধ্যে সবথেকে বেশি নিজেকে চেনাতে সক্ষম হয়েছেন মহম্মদ সিরাজ। তবে তার সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়নি তার। স্বাভাবিক ভাবেই কিছুটা হতাশ হয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে মহম্মদ সিরাজ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা যে কোন ক্রিকেটারের কাছে স্বপ্ন। আমারও আশা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবো তবে কোন কারণে দলে জায়গা হয়নি। দলে সুযোগ পাওয়া কিংবা না পাওয়া আমার হাতে নেই। এতে আমি একটু দুঃখ পেলেও একেবারে ভেঙে পড়ছি না। কারণ এটাই আমার শুরু, আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করতে চাই এবং দলকে আরও অনেক ম্যাচ জেতাতে চাই।”