Arijit

ছিটকে গেলেন সিরাজ, তৃতীয় টেস্টে দলে আসতে চলেছেন দুই ভয়ঙ্কর পেসার

জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং সাউথ আফ্রিকা। এই ম্যাচে সাউথ আফ্রিকার কাছে 7 উইকেটে হেরে সিরিজে এগিয়ে থাকার অ্যাডভান্টেজ হারিয়েছে ভারতীয় দল। তার ওপর ভারতের জন্য আরও বড় ধাক্কা দলের তারকা পেসার মহম্মদ সিরাজের চোট।

   

জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ইনিংসের 17 তম ওভারে বল করতে গিয়ে হ্যামিংয়ে গুরুতর চোট পান মহম্মদ সিরাজ। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। সেদিন তিনি আর বল করতে পারেন নি। তবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে বল করলেও একেবারে ছন্দে ছিলেন না সিরাজ। বারবার সেই চোটের জন্য অসুবিধার মধ্যে পড়তে হয় তাকে। তৃতীয় টেস্টে মহম্মদ সিরাজ এর খেলা নিয়ে ইতিমধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক কে এল রাহুলকে সিরাজের চোটের ব্যাপারে প্রশ্ন করা হলে রাহুল জানিয়েছেন, ‘তৃতীয় টেস্টে সিরাজের খেলার সম্ভাবনা খুবই কম। কারণ হ্যামিংয়ে চোট লাগলে তার মাঠে ফিরে আসতে বেশ কিছু দিন সময় লেগে যায়।’ এছাড়াও রাহুল জানিয়েছেন সিরাজের চোট নিয়ে আমরা খুব একটা চিন্তিত নয়। কারণ আমাদের দলে ইশান্ত শৰ্মা, উমেশ যাদবের মতো বোলার রয়েছে। যারা সিরাজের অভাব পূরণ করে দেবে।”