Arijit

বাবা নিরাপত্তারক্ষী, মা আশাকর্মী, দারিদ্রতার সঙ্গে লড়াই করে ভারতীয় দলে জায়গা করে নিলেন ‘মেঘনা’

ছোট থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু বাঁধা হয়ে দাঁড়াতো দারিদ্রতা। কিন্তু সেই দারিদ্রতা জয় করে নিজের স্বপ্ন পূরণ করে ফেললেন উত্তরপ্রদেশের মেঘনা সিংহ। বাবা পেশায় নিরাপত্তারক্ষী, মা আশাকর্মী, ছোট থেকেই টানাটানির সংসার। কিন্তু মেয়ের স্বপ্নকে কখনও মুছতে দেননি মেঘনার বাবা। মেয়ের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে রোজ ভোর চারটেই মেয়েকে নিয়ে বাড়ি থেকে 24 কিমি দূরে উত্তরপ্রদেশের নেহেরু স্টেডিয়ামে অনুশীলন করাতে নিয়ে যেতেন মেঘনার বাবা। ফের বিকেলবেলা সেই 24 কিমি জার্নি করেই নেহেরু স্টেডিয়ামে অনুশীলন।

   

কিন্তু এত কষ্টের মধ্যেও নিজের স্বপ্নকে ভুলে যাননি মেঘনা। নিয়মিত অনুশীলন করে গিয়েছেন ভারতীয় দলের হয়ে খেলার জন্য। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে মেঘনার। 27 বছরের মেঘনা ডাক পেলেন ভারতীয় দলে।

আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট এবং ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মেঘনা। মেঘনা সুযোগ পাওয়ার পর থেকেই আনন্দে আত্মহারা তার পরিবার। মেঘনার বাবা বলেছেন, ” ক্রিকেটের প্রতি ওর ভালোবাসাটাকে সবসময় প্রাধান্য দিয়েছে। খেলার জন্য ও অনেক কষ্ট, ত্যাগ করেছে। অবশেষে ওর স্বপ্ন পূরণ হল।”
মেঘনার কোচ লক্ষ্যরাজ বলেছেন, ” সামনেই একদিনের বিশ্বকাপ তার আগে নিজেকে প্রমাণ করার দারুন সুযোগ মেঘনার সামনে। আমার বিশ্বাস মেঘনা অস্ট্রেলিয়ায় ভালো কিছু করবে।”