Papiya Paul

বাঙালীর জয়জয়কার, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নজির গড়লেন ‘মেম বউ’ খ্যাত অভিনেত্রী বিনীতা

‘মেম বউ’ ধারাবাহিকের কথা মনে আছে? হয়তো অনেকেই এখন এই ধারাবাহিকের সম্পর্কে ভুলে গিয়েছেন। ভুলে যাবারই তো কথা। ছয় বছর আগের সেই স্মৃতি ফিরে পেতে হলে পুরনো তথ্যকে আবার সামনে আনতে হবে। এই ধারাবাহিকের বিনীতা চট্টোপাধ্যায়কে প্রথমবার দেখে সকলে বিদেশিনী বলে মনে করেছিলেন। এর কারণ সোনালী চুল আর নীল চোখ পুরোটাই বেশ অবাক করেছিল সিরিয়ালপ্রেমীদের।

   

এই ধারাবাহিকের পর আর সেভাবে দেখা যায়নি অভিনেত্রীকে। তাহলে কি তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন? এমন প্রশ্ন এসেছিল দর্শকদের মনে। তবে এবার খুশির খবর দিলেন তিনি। প্রথম ভারতীয় বাঙালি মহিলা হিসেবে নজির গড়লেন অভিনেত্রী। মেটাভার্সে নিজের মিউজিক ভিডিও লঞ্চ করেছেন অভিনেত্রী বিনীতা। ‘লভ ইউ মম’ নামে ইংরেজি গান লঞ্চ করেছেন। আর এই গানের লেখা, সুর দুইই বিনীতার।

এমনকি এই গানের সুর বিনীতার নিজের সুর। তবে আপনারা জানলে আরো অবাক হবেন, ভারতীয় বাঙালি মহিলা ব়্যাপার হিসাবেও প্রথম তার ‘আপনা টাইম আগয়্যা’ বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। উল্লেখ্য, ‘মেম বউ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। অভিনেত্রীর পাশাপাশি তিনি সঙ্গীতশিল্পী হিসাবেও বেশ জনপ্রিয়। এছাড়া মহারাজা কৃষ্ণ চন্দ্র রায়ের রাজপরিবারের একজন সদস্য তিনি।

এই গান প্রসঙ্গে বিনীতা বলেছেন, “এই গানটিতে একটি সার্বজনীন উপাদান রয়েছে এবং আমি আশা করছি যে এই গান আমার সকল শ্রোতাদের ভাল লাগবে। এই গান আমি আমার মা-কে উৎসর্গ করেছি। আমার মা মিনিস্ট্রি অফ ডিফেন্সে প্রায় গত ৪০ বছর ধরে দেশের সেবায় নিযুক্ত ছিলেন। আমার জীবনে মায়ের অবদান অনেক।”