Papiya Paul

মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি আক্রান্ত নভেল করোনা ভাইরাসে

 

   

রাজ্যের দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বারবার সাবধান করা সত্ত্বেও সরকারি নিষেধাজ্ঞা অবজ্ঞা করছেন বেশিরভাগ মানুষই। লকডাউন শিথিল হওয়ার পরে খুলে গিয়েছে সরকারি-বেসরকারি অফিস। পেটের তাগিদে সব ভুলে কাজে ছুটছেন মানুষরা। সমীক্ষায় দেখা যাচ্ছে, অফিসে যোগ দেওয়া এবং বাজার হাটে বসা মানুষরাই বেশি আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে।যেহেতু মহিলারা বেশি রাস্তায় বের হচ্ছেন না সে কারণে করোনা আক্রান্তদের মধ্যে মহিলাদের সংখ্যা তুলনামূলক কম এবং পুরুষদের সংখ্যা তুলনামূলক বেশি।