Arijit

পরপর চারটি বিশ্বকাপ জিতলেও মারাদোনার নখের যোগ্য হবে না মেসি, দাবি প্রাপ্তন বিশ্বজয়ীর

দীর্ঘদিন ধরে ক্লাব ফুটবলে দাপটের সঙ্গে খেললেও এতদিন পর্যন্ত কোন আন্তর্জাতিক ট্রফি ছিল না মেসির নামের পাশে। অবশেষে কোপা আমেরিকা জিতে দেশের জার্সিতে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করে ফেললেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

   

তবে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কোপা জিতলেও দেশের মানুষেরই মন জিততে পারেননি মেসি। প্রাক্তন আর্জেন্টাইন ফুটবলার এর দাবি পরপর চারটি বিশ্বকাপ জিতলেও মেসি কোনদিনই মারাদোনার সমান হতে পারবে না।

এক সাক্ষাৎকারে 1978 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মারিয়ো কেম্পেস বলেছেন, ” দিয়েগো মারাদনার সঙ্গে কোনদিনও মেসির তুলনা চলেনা। মারাদোনা একজন বিশ্বকাপজয়ী ফুটবলার। মেসি যতই ট্রফি জিতুক এবং ম্যাচ জিতুক না কেন যতদিন না পর্যন্ত বিশ্বকাপ জিততে পারছে ওর কোন মূল্যই নেই। মেসি যদি পরপর চারটি বিশ্বকাপ জিতে ফেলে তবুও মারাদোনার ধারে কাছে ঘেঁষতে পারবেনা।”