পার্থ মান্নাঃ মৌ আর ডোডো দা এর জুটি মনে আছে নিশ্চই? হ্যাঁ ঠিকই ধরেছেন মেয়েবেলা ধারাবাহিকের অভিনেত্রীর কথাই বলছি। সম্প্রতি জানা যাচ্ছে চুপিসারে বিয়ে করে ফেলেছেন স্বীকৃতি মজুমদার। ভাবছেন নতুন কোনো মেগার প্রোমো বোধহয়? আজ্ঞে না! একেবারে সত্যিই বাস্তবেই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। আর পাঁচজন তারকার বিয়ের আগে থেকেই যেখানে ফোটোশুট ও সোশ্যাল মিডিয়াতে বিয়েবাড়ির ভিডিও ভাইরাল হয়ে সেখানে একেবারে চুপিসারেই শুভকাজ সেরে ফেলেছেন স্বীকৃতি।
চুপিসারে বিয়ে সারলেন স্বীকৃতি মজুমদার
জানলে অবাক হবেন সেপ্টেম্বরেই সাত পাকে বাঁধা পড়েছেন স্বীকৃতি মজুমদার। আর বিয়ের খবর এখন অর্থাৎ অক্টোবর মাসে প্রকাশ্যে এল। তাও যখন বিয়ের ছবি ও প্রি ওয়েডিং ভিডিও প্রকাশ্যে এসেছে তখন। মুহূর্তের মধ্যেই গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত থেকে শুরু করে বিয়ের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। এখন সকলেরই প্রশ্ন পাত্র কে? উত্তর হল রাহুল, না কোনো অভিনেতা নন তিনি। এমনকি অভিনয় জগতের সাথেও নাকি কোনো সম্পর্ক নেই তাঁর।
বিয়ের প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলা সংবাদ মাধ্যমের তরফ থেকে ফোন করা করা হল বিয়ে বা ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানাতে রাজি হননি তিনি। তবে যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে সাদা রংয়ের একটি অতন্ত্য সুন্দর একটি শাড়ি পরে রয়েছেন তিনি। এছাড়া রয়েছে লাল ও গোলাপি মেশানো একটি ডিজাইনার ব্লাউজ আর সাথে গা ভর্তি গয়না। সব মিলিয়ে একেবারে পরীর মত সাজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।
মাথায় শোলার মুকুট আর হাতে গাছ কৌটো নিয়ে বাঙালি মতেই বিয়ে সেরেছেন তিনি। এরপর রিসেপশনের দিনে অফ হোয়াইট গাউনে দেখা মিলছে নব বধূ স্বীকৃতির। অন্যদিকে সাদা টাক্সিডো পরে দেখা গিয়েছে বর মশাইকে। আচমকা বিয়ের খবরে কিছুটা চমকে গেলেও নেটিজেনদের সকলেই আগামী জীবনের জন্য শুভেচ্ছায় ভড়িয়েছেন নব দম্পতিকে।
প্রসঙ্গত, শেষবার ষ্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল স্বীকৃতি মজুমদারকে। এর আগে ‘আলোর কোলে’ থেকে ‘খেলাঘর’ সিরিয়ালের জেরে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে শুরুতে কিন্তু অভিনয়কে পেশা করেননি তিনি। ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি করতেন অভিনেত্রী। পরবর্তীকালে এক বিউটি কন্টেস্টে দ্বিতীয় হওয়ার পর অভিনয়ের সুযোগ আসে। তখনই চাকরি ছেড়ে অভিনয়ের দুনিয়ায় চলে আসেন স্বীকৃতি।