প্রতীক্ষার অবসান, রোম্যান্টিক থ্রিলার নিয়ে ফের একসঙ্গে ফিরছেন ‘মেয়েবেলা’ জুটি অর্পণ-স্বীকৃতি

নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি স্টার জলসার(Star Jalsa) ‘মেয়েবেলা’র(Meyebela) ডোডো(Arpan Ghoshal) এবং মৌ(Swikriti Majumder)। মাত্র পাঁচ মাসে এই সিরিয়াল বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সোশ্যাল মিডিয়ায় এই তারকা জুটিকে নিয়ে বেশ আলোচনাও চলত। তবে ওই টিআরপি(TRP) তুলতে না পারার কারণে গল্প অসমাপ্ত রেখেই সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। আর এরপর থেকেই এই তারকাকে ফের টিভির পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

তবে এবার ভক্তদের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আরো একবার এই তারকা জুটিকে টিভির পর্দায় দেখা যাবে। যদিও সিরিয়াল নয়, নতুন ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে দেখা যাবে ছোট পর্দার এই জনপ্রিয় জুটিকে। নতুন এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’-এ। এই সিরিজটির পরিচালনা করেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। আর সিরিজটির নাম রাখা হয়েছে ‘রাজা রানী রোমিও’।

এখানে অর্পণের চরিত্রের নাম ইমরান মন্ডল। সে নিজের নাম পাল্টে মিঠুন দাস নাম দিয়ে ফুলবাড়ী অঞ্চলে বসবাস শুরু করেছে। সেখানেই একটি ধাবায় ওয়েটারের কাজ করছে ইমরান। একদম কম বয়সে একটি পুলিশ কেসে জড়িয়ে যাওয়ায় বর্ধমানে নিজের গ্রাম থেকে পালিয়ে আসতে হয়েছিল ইমরানকে। এরপর সারা জীবন ধরে সে শুধু পালিয়ে বেড়াচ্ছে। তবে ফুলবাড়ীতে এসে তার মনে হয়েছিল জীবন বোধহয় পাল্টে গিয়েছে কিন্তু সে সময় ঘটে আর এক ঘটনা।

Meyebela

আরও পড়ুন: কাওকে ভালো লাগতেই পারে,পরকীয়া সুস্থতার লক্ষণ: অপরাজিতা আঢ্য

অপরিচিত এক ক্রেতার ফেলে যাওয়া একটি ফোন ওলট-পালট করে দিয়ে তার জীবন। এই ফোন ফেরত দিতে এসেই প্রথমবার একসঙ্গে দেখা হয় ইমরান ও গায়ত্রীর। আর তাকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায় ইমরান। তবে এই গায়ত্রী বিবাহিত প্রভাবশালী এক ব্যবসায়ীর স্ত্রী। তার স্বামীর ভূমিকার অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ঠিক কোন পথে এভাবে তাদের জীবনের গল্প, তার মধ্যে কি কি মোড় রয়েছে এই সমস্ত কিছুই দেখা যাবে ওয়েব সিরিজে।

bangla mega serial meyebela last episode has a big twist loved by the audience

এই সিরিজ প্রসঙ্গে স্বীকৃতি বলেছেন যে তার এই সিরিজ প্রথমেই ভালো লেগেছিল তার কারণ হলো গল্পের গভীরতার জন্য। তার চরিত্র যেমন একটি নায়িকার সেরকমই সেখানে একটি ধূসর দিক রয়েছে। আবার ওই দিকে অর্পনের সঙ্গে আগেও কাজ করা হয়েছে। মানুষ তাদের জুটিকে পছন্দ করেন। তাই সে নতুন কাজ নতুন চরিত্র পেয়ে ভালো লাগছে।

Papiya Paul

X