Bengali Serial

anita

ফিরছে মৌ-ডোডোর জুটি! স্বীকৃতির সাথে কামব্যাক প্রসঙ্গে কি বললেন অর্পণ?

নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় কত সিরিয়াল যায় আর আসে! কিন্তু এরই মাঝে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও তার রেশ থেকে যায় দর্শকমহলে। বিশেষ করে সিরিয়াল শেষ হওয়ার পরেও জনপ্রিয় জুটিদের ভুলতে পারেন না দর্শক। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত এমনই একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ছিল ‘মেয়েবেলা’ (Meyebela)।

   

সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে ভিন্ন স্বাদের এই সিরিয়ালটিকে বেশ পছন্দ করেছিলেন দর্শকরা।কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় টিআরপি। তাই সিরিয়ালের ভালো গল্প, দুর্দান্ত কাস্টিং সত্ত্বেও টিআরপির অভাবেই তাই খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায় মেয়েবেলা।

কিন্তু এই সিরিয়ালের নায়ক নায়িকা মৌ-ডোডো (Mou-Dodo) জুটির মিষ্টি রসায়ন আজও ভুলতে পারেনি দর্শক। অনুরাগীরা তাদের জুটিটাকে ভালোবেসে নাম দিয়েছিলেন ‘মৌঝড়’। পর্দায় মৌ চরিত্রে অভিনয় করেছিলেন সুন্দরী অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। আর তার বিপরীতে নির্ঝর ওরফে ডোডো চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা অর্পণ ঘোষাল।

বাংলা সিরিয়াল,Bangla Serial,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,অর্পণ ঘোষাল,Arpan Ghoshal,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

মেয়েবেলা শেষ হওয়ার পর দীর্ঘদিনের বিরতি কাটিয়ে স্বীকৃতি অবশেষে কামব্যাক করছেন জি বাংলার নতুন সিরিয়াল ‘আলোর কোলে’তে। তবে এই ধারাবাহিকে তাঁর নায়ক হয়েছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক রায়। অন্যদিকে অর্পণ এই মুহূর্তে কোন বাংলা সিরিয়ালে অভিনয় করছেন না। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন ওয়েব সিরিজের কাজে।

আরও পড়ুন: সূর্যের সাথে ডিভোর্সের পর অর্জুনের সঙ্গে প্রেম! সিরিয়ালের আগাম পর্ব নিয়ে মুখ খুললেন দীপা

বাংলা সিরিয়াল,Bangla Serial,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,অর্পণ ঘোষাল,Arpan Ghoshal,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে অনুরাগীরা জানতে চান পর্দার মৌ  অভিনেত্রী স্বীকৃতির সাথে আবার কবে কামব্যাক করবেন অর্পণ? এ প্রসঙ্গে সম্প্রতি টলিউড ফোকাস কলকাতায় অভিনেতা জানিয়েছেন ‘হ্যাঁ হ্যাঁ, মৌ-ডোডোর জুটি আবার ফিরবে।  এখন কিছু বিশদে বলতে চাইছি না। শুটিং শেষ খুব শীঘ্রই আবার পর্দায় ফিরবে সেই জুটি। দর্শকরাও খুব তাড়াতাড়ি জানতে পারবেন।

অর্থাৎ অভিনেতার কথায় স্পষ্ট খুব তাড়াতাড়ি নতুন রূপে কামব্যাক করতে চলেছেন পর্দার মৌ-ডোডো জুটি। অর্পণ এখন নিজের নাটক আর থিয়েটার নিয়েই ব্যস্ত রয়েছেন। তাই আপাতত বাংলা সিরিয়ালে অভিনয় করার কোন পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা।