বিনোদন,ওটিটি,নেটফ্লিক্স,মাইকেল লিন,ইস্তফা,OTT,Entertainment,Netflix,Michael Lin,Resignation

Moumita

কাজে মন লাগছে না, নেটফ্লিক্সের সাড়ে তিন কোটি টাকার চাকরি থেকে ইস্তফা দিলেন এই ব্যক্তি

বর্তমান প্রজন্মের কাছে OTT-এর গ্রহনযোগ্যতা দিনদিন বেড়েই চলেছে‌। মানুষের মনোরঞ্জনের জন্য একের পর এক বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে OTT প্লাটফর্মগুলি। কিন্তু এবার অবাক করা এক তথ্য উঠে এসেছে। সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, মানুষের দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে বিনোদনের পসরা সাজিয়ে হাজির হওয়া OTT প্লাটফর্ম গুলিতে কাজ করা মানুষ গুলির কাছে নাকি সেই OTT প্লাটফর্মটিই একঘেয়েমির বিষয়বস্তু হয়ে ওঠেছে। আর এই একঘেয়েমি থেকে বাঁচতেই নেটফ্লিক্সের বার্ষিক সাড়ে তিন কোটি টাকার চাকরি থেকে ইস্তফা দিলেন মাইকেল লিন নামক এক ব্যক্তি।

   

সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী রইলো আমেরিকা, ২০১৭ সালে আমাজন থেকে ইস্তফা দিয়ে নেটফ্লিক্সে গিয়েছিলেন লিন। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জেনে অবাক হবেন, শুধু বার্ষিক সাড়ে তিন কোটি টাকাই নয় এর সাথে রোজ বিনামূল্যের খাবার, যত ইচ্ছা ছুটি নেওয়ার মতো একাধিক সুযোগ-সুবিধাকেও ইস্তফা জানিয়েছেন লিন।

লিনের কথায়, প্রথম দিকে এই কাজ যথেষ্ট উপভোগ করছিলেন তিনি। নানাবিধ সুযোগ সুবিধা ছাড়াও রোজ নতুন নতুন জিনিসও শিখতে পারছিলেন সেখানে। উপস্থিত থাকা বহু প্রতিভাধর মানুষের সান্নিধ্য লাভের আনন্দে আত্মহারা হয়ে পড়েন, কিন্তু লিনের কাছে গোটা বিষয়টাই ছিলো স্বপ্নের মতো।

কোভিড-১৯ এর পর থেকেই ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে সবকিছু। বন্ধ হয়ে যায় সহকর্মীদের সাথে মেলামেশার সুযোগও। সামগ্রিকভাবে সমস্ত কাজকর্ম বন্ধ হওয়ায় কাজে আগ্রহ হারান তিনি। আর এরপরই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এমনকি বাবা মা এর বহু আপত্তিও কানে ওঠেনি তার। আসলে কাজে আগ্রহ হারানোয় সেই কাজ তিনি করবেননা বলেই দাবি তার। তবে ভবিষ্যতে তিনি আর চাকরি নয়, স্বাধীনভাবে নিজের কিছু করতে চান বলে ঠিক করেছেন তিনি।