Arijit

ইংল্যান্ডের ক্রিকেটাররা দল না পাওয়ায় ‘আইপিএল নিলাম’-কে কটাক্ষ করলেন মাইকেল ভন

ব্যাঙ্গালুরুতে বসেছিল আইপিএল নিলামের আসর। এবারের আসর বসেছিল দুদিন ধরে। শনিবার এবং রবিবার হয়ে গেল আইপিএলের নিলাম। এবারের নিলামে শনিবার ছিল বেশ চমকপ্রদ কারণ শনিবার অনেক বেশি বেশি দামে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি গুলি। যা অবাক করেছে বিশ্ব ক্রিকেটকে।

   

দীপক চাহার, ঈশান কিশান, আবেশ খান, হর্ষল প্যাটেল, শার্দূল ঠাকুরের মত ক্রিকেটার যারা নিয়মিত ভারতীয় দলের সদস্য নন তারা সবাই 10 কোটির বেশি দাম পেয়েছেন। দীপক চাহারকে চেন্নাই সুপার কিংস 14 কোটিরও বেশি দাম দিয়ে কিনেছে। অপরদিকে 15 কোটি টাকা দিয়ে ঈশান কিষানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যা অবাক করেছে বিশ্ব ক্রিকেটকে।

একদিকে যেমন ভারতের এই সমস্ত ক্রিকেটাররা কোটি কোটি টাকা দিয়ে দল পেয়েছেন, তেমনি বেশ কয়েকজন নামকরা বিদেশি ক্রিকেটার দল পায় নি। তাদের মধ্যে একজন হলেন ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদ। যা নিয়ে সরব হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি এই বিষয়ে কটাক্ষ করে বলেছেন, ” আমি এটা বুঝতে পারছি না কেন আদিল রশিদকে বড় অঙ্কের বিনিময় কোন দল নিল না! এখনো পর্যন্ত ও টি-টোয়েন্টির অন্যতম সেরা গেম চেঞ্জার।”