Arijit

বর্ণবিদ্বেষের অভিযোগে বিরাট শাস্তি পেলেন মাইকেল ভন, সরিয়ে দেওয়া হল বড় দায়িত্ব থেকে

2009 সালে ওঠা গুরুতর অভিযোগ এর শাস্তি পেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। এবারের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের এক বিশেষ সংবাদ মাধ্যমের হয়ে ম্যাচ বিশ্লেষণের বিশেষ দায়িত্বে ছিলেন মাইকেল ভন। কিন্তু তার বিরুদ্ধে বর্ণ বিদ্বেষের গুরুতর অভিযোগ ওঠার পরই তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দিল সেই সংবাদ মাধ্যম।

   

ইয়র্কশায়ার ক্রিকেটে যে বর্ণ বিদ্বেষের অভিযোগ উঠেছে সেখানে সরাসরি জড়িয়ে পড়েছে মাইকেল ভনের নাম। মাইকেল ভনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের গুরুতর অভিযোগ এনেছেন ইয়র্কশায়ারের ক্রিকেটার আজিম রফিক। রাফিক অভিযোগ করেন সেই সময় টুর্নামেন্ট চলাকালীন মাইকেল ভন বলেছিলেন, ” দলে তোমাদের মত খুব বেশি লোক হয়ে যাচ্ছে। এই নিয়ে কিছু একটা করতে হবে।”

আর তারপরই নড়েচড়ে বসে ইংল্যান্ডের সেই সংবাদ মাধ্যম। ইংল্যান্ডের সেই সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে, ” ক্রিকেটের এমন একটি কালো অধ্যায়ের সঙ্গে মাইকেল ভনের নাম জড়িয়ে গিয়েছে যে এই মুহূর্তে তাকে অ্যাশেজ সিরিজের সঙ্গে যুক্ত করা ঠিক হবে না।” নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এমন সিদ্ধান্তে খুবই হতাশ হয়েছেন মাইকেল ভন।