Arijit

টি-২০ বিশ্বকাপ জয় নিয়ে পাকিস্তান সমর্থন করে ভারতকে নোংরা কটাক্ষ মাইকেল ভনের

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এমন এক চরিত্র যিনি ভারতীয় দলকে বিদ্রূপ করার সুযোগ কখনোই হাতছাড়া করেন না। সুযোগ পেলেই ভারতীয় দল নিয়ে নানান ভাবে বিদ্রূপ করেন তিনি। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এখনো তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেনি, তবে তার আগেই ভারতীয় দলকে খোঁচা মারলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

   

মাইকেল ভন এর মতে এবার ভারতকে কোনভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দাবীদার হিসেবে ধরা যায় না। যদিও প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। তার সত্ত্বেও ভারতকে বিশ্বকাপ জয়ের দাবীদার হিসেবে মানতে নারাজ ভন।

এক সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন, “শেষ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে ভালো খেলতে পারেনি ভারত। তার সত্বেও সবাই ভারতকে কি ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে ধরছে, সেটাই আমি বুঝতে পারছি না। আমার মতে ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দলই এবার কোন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দাবিদার নয়। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড নাহলে ওয়েস্ট ইন্ডিজ এই চারটি দলের মধ্যে কোন একটি দল।”