Mimi Chakraborty

বছরের শুরুতেই রক্তারক্তি কাণ্ড মিমির জীবনে, দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দুঃখিত অনুরাগীরা

টলিপাড়ার (Tollywood) শীর্ষস্থানীয়া নায়িকাদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। পাশাপাশি এখন তিনি রাজ্যের শাসক দলের বিধায়কও বটেন। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় তার উজ্জ্বল উপস্থিতি। যদিও এহেন নায়িকার ক্ষেত্রে বছরের শুরুটা মোটেও ভালো হয়নি। বছর শুরুতেই বিরাট দূর্ঘটনার কবলে পড়েছেন মিমি।

গতকাল অর্থাৎ শুক্রবার যখন সবাই নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্ততি নিচ্ছে ঠিক তখনই বিরাট দূর্ঘটনা নেমে এল মিমির জীবনে। গতকাল রাতে সেই ভিডিও শেয়ারও করেছেন অভিনেত্রী। আর সেই ভিডিও দেখে নেটিজেনদের গা একেবারে শিউরে উঠেছে। পাশাপাশি নায়িকাকে নিয়ে উদ্বিগ্নও হয়ে উঠেছে অনুরাগীরা।

এমতাবস্থায় সকলের মনে প্রশ্ন জাগতে পারে, নতুন বছরের আগে সংক্রান্তির দিনে কোন দুর্ঘটনার ঘটল টলি ডিভার সঙ্গে? জানিয়ে রাখি, মিমি যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, সাদা বরফ ভর্তি বাটি রক্তে লাল হয়ে গিয়েছে। এদিকে মেঝেটাও রক্তে ভর্তি হয়ে গেছে। নায়িকার শেয়ার করা এই ভিডিও দেখে আঁতকে উঠবে যে কেউ।

প্রসঙ্গত, মিমির শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁ হাতের তর্জনীর ওপরের দিকটা গভীরভাবে কেটে গিয়েছে। যা দেখে এটা স্পষ্ট যে, কোনো ধারালো অস্ত্র দিয়েই নায়িকার হাত কেটেছে। যদিও কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে গতকালই আম খাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন।

টলিউড,বিনোদন,গসিপ,মিমি চক্রবর্তী,সোশ্যাল মিডিয়া,ইনস্টাগ্রাম,Tollywood,Entertainment,Gossip,Mimi Chakraborty,Social Media,Instagram

সেখান থেকেই নেটিজনদের ধারণা, হয়ত আম খেতে গিয়েই হাত কেটেছে নায়িকার। যদিও এটাই সত্যি কি না তা এখনও জানা যায়নি। হয়ত রক্তপাত কমাতেই বরফ দিয়েছিলেন নায়িকা। নায়িকার এই অবস্থা দেখে কষ্ট পেয়েছে অনুরাগীরাও। ভক্তরা তাদের উদ্বিগ্ন প্রকাশ করেছেন মিমির কমেন্ট বক্সেও।

Avatar

Moumita

X