চলতি সময়ের এক আলোচিত সিরিয়াল (Bengali Serial) হল স্টার জলসার (Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি (TRP) তালিকায় রাজ করছে সিরিয়ালটি। আর তো এখন তো চলছে দার্জিলিংয়ে চুটিয়ে প্রেম।
সে যাই হোক, আপাতত চলছে দার্জিলিং ট্যুর। একদিকে গোটা সেনগুপ্ত পরিবার পৌঁছে গেছে দার্জিলিংয়ে। অপরদিকে রূপাকে নিয়ে দীপাও পৌঁছে গেছে শৈলশহরে। তবে এই জার্নি যে অতটাও সহজ হয়নি তা তো সকলেই জানেন। মাঝ রাস্তায় সূর্য আর দীপার দেখা হয়ে যাওয়ার পর সে এক ধুন্ধুমার কান্ড।
সূর্য তো বলেই বসেছিল যে, সে আর কিছুতেই দার্জিলিং যাবেনা। তবে দীপা বুদ্ধি করে সেই প্ল্যান বানচাল করে দেয়। এমনভাবে সূর্যকে ট্রিগার করে যে, সে দার্জিলিং যেতে বাধ্য হয়। যদিও এই গোটা ঘটনায় লাবণ্য বেশ খুশি। আলাদা আলাদা হলেও ছেলে বৌমার ফাইনাল ডেস্টিনেশন যে এক, সেটা ভেবেই আনন্দিত তিনি।
আর তার মধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। যা দেখে রীতিমত চমকে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’র অনুরাগীরা। ভাইরাল এই প্রোমোতে দেখা যাচ্ছে, দার্জিলিংয়ে গিয়ে কিডন্যাপড হয়ে গিয়েছে সোনা। আর সেই কাজ করেছে কে? কে আবার, মিশকা। এদিকে সূর্যর সন্দেহ গিয়ে পড়েছে দীপার উপর।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সোনা দলছুট হয়ে পড়ে। এরপর সে দীপার মতোই একজনকে সামনে দেখতে পায়। ফুলমা করে ছুটে গিয়ে দেখে সে, দীপা নয় বরং অন্যকেউ। আর ততক্ষণে তারা সোনাকে গাড়িতে তুলে নেয়। তবে এইসবের প্রমাণস্বরূপ রূপা এই গোটা ঘটনাটা দেখে ফেলে।
https://www.instagram.com/p/CpFv9Coo8Uh/?utm_source=ig_web_copy_link
এখন কীভাবে সোনাকে ফিরে পাওয়া যাবে? মিশকা ধরা পড়বে কী না তা তো আগামী পর্বগুলি দেখলে তবেই বোঝা যাবে। তবে একটা কথা স্পষ্ট যে, ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে বেশ বড় টুইস্ট। সূর্য-দীপার মিল হোক বা না হোক, আপাতত সোনার কিডন্যাপ নিয়েই জমে যাবে সিরিয়াল।