Arijit

‘জাতীয় সংগীতের অপমান’, মিঠাই বয়কটের ডাক দিল সমগ্র বাংলাদেশ

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। মাসের পর মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ‘মোদক পরিবার।’ স্বাভাবিক ভাবে এই মুহূর্তে মিঠাই এর সঙ্গে দৌড়ে আর কেউ নেই। তবে মিঠাইয়ের জনপ্রিয়তা এখন শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, ভারতের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় মিঠাই।

   

ভারতীয় সময় যখন রাত্রি আটটার সময় মিঠাই শুরু হয়, বাংলাদেশী সময় রাত্রি আটটা বেজে ত্রিশ মিনিটে টিভির সামনে বসে পড়েন মিঠাই দেখার জন্য। এতদিন পর্যন্ত বাংলাদেশের দর্শকরা প্রচন্ড সমর্থন করেছেন মিঠাইকে। তাদের মন জয় করে নিয়েছিল মিঠাই। তবে হঠাৎ করে রবিবারের এপিসোড দেখার পর তাল কাটলো।

এইদিন মিঠাইকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। এই সংবর্ধনা উদ্বোধনী অনুষ্ঠানে শুরুটা রবীন্দ্র সংগীত দিয়ে হওয়ার কথা ছিল। তারপরই শুরু হয় ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ এই গান পরিবেশনের সময় দর্শকরা প্রত্যেকেই চেয়ারে পায়ের উপর পা তুলে বসে ছিলেন। আর এখানেই বাংলাদেশিরা ক্ষুব্ধ হয়েছেন। তাদের দাবি এটা বাংলাদেশের জাতীয় সংগীত আর এই গানটি গাওয়ার সময় কেন মিঠাই সিরিয়ালের সকলেই পায়ের উপর পা তুলে বসে ছিলেন? এতে অপমান করা হয়েছে বাংলাদেশকে। আর সেই কারণেই মিঠাই সিরিয়াল বয়কটের ডাক দিয়েছেন বাংলাদেশিরা।