Dhritishman Chakraborty,Mithai,Lota Mangeshkar,Viral Video,ইন্ডিয়া বুক অফ রেকর্ডস,India Book Of Records,ধৃতিষ্মান চক্রবর্তী,মিঠাই,লতা মঙ্গেশকর,ভাইরাল ভিডিও

Moumita

খালি গলায় লতা মঙ্গেশকরের গান গাইল ‘সিধাই’র ছেলে শাক্য, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

লতা মঙ্গেশকর, মর্ত্যের সাক্ষাৎ সরস্বতী তিনি। তার গলার সুর শুনে অনেকেই তাকে সরস্বতীর বরপুত্রী বলে ডাকতেন। তার গাওয়া গান আজও মানুষের মধ্যে আলোড়ন জাগিয়ে দেয়। আজীবন শুধু শিল্প সাধনাই করে গিয়েছেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। আর তার জন্মদিনে এক গান গেয়েই ভাইরাল এক ক্ষুদে।

   

এমনটা নয় যে, এই প্রথম তার গান গেয়ে কেও ভাইরাল হয়েছেন। রানু মণ্ডলের গলায় তার গান শুনে স্তব্ধ হয়েছে সারাদেশ। কিন্তু এবার এক ক্ষুদ্র ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty) লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষে তারই গাওয়া ‛প্ৰিয়া তো সে নেয়না লাগে রে’ গেয়ে বিরাট ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

ধৃতিষ্মান চক্রবর্তী অবশ্য কোনো সামান্য ক্ষুদে নন, তিনি একজন ক্ষুদে অভিনেতা। অভিনয় করেন মিঠাই (Mithai) ধারাবাহিকে। সেখানে মিঠাই ও সিডের ছেলের চরিত্রে অভিনয় করেন তিনি। তবে অভিনয়ই তার একমাত্র গুণাবলী নয়। তিনি বহু গুণের অধিকারী। এদিন তো লতা মঙ্গেশকরের গান গেয়ে চমকে দেন সব্বাইকে।

Dhritishman Chakraborty,Mithai,Lota Mangeshkar,Viral Video,ইন্ডিয়া বুক অফ রেকর্ডস,India Book Of Records,ধৃতিষ্মান চক্রবর্তী,মিঠাই,লতা মঙ্গেশকর,ভাইরাল ভিডিও

ধৃতিষ্মান চক্রবর্তী ওরফে শাক্যর আসল বয়স মাত্র ৫। আর এই ৫ বছরের ক্ষুদের যা গুণ রয়েছে তা রীতিমত ঈর্ষণীয়। মাত্র পাঁচ বছরেই পাঁচ পাঁচটি ভাষায় গান করেছেন তিনি! গানের ভাষার তালিকা বেশ দীর্ঘ। অসমিয়া, বাংলা, হিন্দি, ইংরেজি, দেব ভাষা সংস্কৃতেও তিনি সমান সাবলীল। আর এই ছোট্ট বয়সেই রেকর্ড বাগিয়ে বসেছেন তিনি।

২০২১ সালে ‛ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book Of Records) এ নিজের নাম নথিভুক্ত করেন তিনি। দেশের প্রধানসেবক প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই ক্ষুদের তারিফ করেছেন সোশ্যাল মিডিয়াতে। রাষ্ট্রীয় বাল পুরষ্কারও কুক্ষিগত করেছেন এই ক্ষুদে।

[videopress 3TWbyuoi]

আর এবার গান গেয়ে ভাইরাল সেই ‘ভাইরাল ক্ষুদে’। লতা মঙ্গেশকরের গাওয়া ‛প্ৰিয়া তো সে নেয়না লাগে রে’ গেয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই না, জানলে অবাক হবেন যে, মাত্র ১১ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন তিনি। আর আজ অবধি ৭০টি গান গেয়েছেন তিনি! সাথে ‛ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’এর খেতাবও রয়েছে তার দখলে!