Mithai Fame Soumitrisha Kundu unfollowes Sayak Chakraborty Ananya Guha comment goes viral on Sayaks post

‘কলকাতার টপ হিরোইন আনফলো করল নাকি…’, সায়ক-সৌমিতৃষার বন্ধুত্বে চিড় ধরতেই মন্তব্য অনন্যার!

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়াল তথা সিনেমা ইন্ডাস্ট্রীর অতিপরিচিত নাম সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলিভিশনের পর্দায় ‘মিঠাই’ হিসাবেব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর বড় পর্দার নায়িকা তিনি। টলি সুপারস্টার  দেবের নায়িকা হয়ে বেশ পপুলারিটি পেয়েছেন অভিনেত্রী। আরও একটি ছবিতে অভিনয় করেছেন সৌমিতৃষা, তবে সেটা এখনও মুক্তিপাইনি। এরই মাঝে জল্পনা , ‘অহংকারে নাকি মাটিতে পা পড়ছে না তাঁর’।

আসলে সম্প্রতি এক বন্ধুকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন অভিনেত্রী। তারপরেই শুরু হয়েছে কানাঘুষো। আর সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। একসময় খুব ভালোবন্ধু ছিলেন সায়ক ও সৌমিতৃষা। তাছাড়া আরও এক অভিনেত্রী অনন্যা গুহও নিজের মন্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়াতে।

কি লিখলেন সায়ক চক্রবর্তী ?

ফ্রেন্ডশিপ ডে এর দিন সায়ক লেখেন, ‘টাকা পয়সা ফেম মানুষকে বদলে দেয়। যে মানুষগুলো কখনোই বদলাবে না তারা হল ‘পরিবার’। অনেকেই বন্ধুদের জন্য নিজের পরিবারকে অগ্রাহ্য করেন। কিন্তু বিশ্বাস করুন যখন সবথেকে বেশি ক্রাইসিস হবে তখন ১০ জন বন্ধুদের মধ্যে মাত্র ১-২ জন আর পরিবার ছাড়া কাউকে পাশে পাবে না।’

এরপর তিনি আরও লেখেন, ‘আমিও বন্ধুদের জন্য অনেক করেছি , কিন্তু আলটিমেটলি ওরাও তো মানুষ। ফলোয়ার, ফেম পেয়ে চোখের সামনে বদলে যেতে দেখেছি। দেখেছি বাইরের লোকেরকথায় বিশ্বাস করে সব থেকে কাছের বন্ধুদেরকে ছেড়ে দিতে। তাই ২৯ বছরে এসে বুঝছি পরিবার ছাড়া বাকি সবই টেম্পোরারি।’

সায়কের পোস্টে মন্তব্য অনন্যার

সায়কের এই পোস্ট নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়ে। যেখানে অনন্যা (Ananya Guha) কমেন্ট করেন, ‘কলকাতার টপ হিরোইন আনফলো করে দিল নাকি রে !’ এর জবাবে কমেন্টে একটা দুঃখের ইমোজি দিয়েছেন অভিনেতা। এরপর কিছু নেটিজেনদের মন্তব্যের পাল্টা অনন্যা আবার লেখেন , ‘অন্তত দুটো সিনেমার পর পিছন ফুলিয়েবসে থাকি না। ১২ বছর হয়ে গেলোকাজ করছি, আমার স্কিল অভিনয় আপনি জাজ করার ঠিক কে? সে তো আমার জুনিয়ার আমি তাকে বলতেই পারি! আপনি নিজের নাক নিজের তরকারিতে গলান।’

Ananya Guha comments on Sayaks Post

প্রসঙ্গত, ইনস্টাগ্রাম দেখলে দেখা যাচ্ছে সৌমিতৃষা ও সায়ক দুজনের কেউই একে অপরকে ফল করছেন না বর্তমানে! যদিও আরেক অভিনেতা রিয়াজ লস্কর যাকে দুজনের সাথে দেখা যেত , তাকে এখনও করেন অভিনেত্রী।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X