বর্তমান সময়ে টেলিভিশন প্রিয় বাঙালির নিত্যদিনের সঙ্গী অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’, ২০২১-এর ৪ জানুয়ারি জি বাংলার হাত ধরে টেলিভিশনে পদার্পন মিঠাই পরিবারের। গুটি গুটি পায়ে মত এগিয়ে এসেছে, ততই দর্শকদের মনের মণিকোঠায় গেঁথে গিয়েছে মিঠাই-উচ্ছেবাবুর জুটি। লেখিকা শ্বাশতী ঘোষের কলমে ফুটে উঠেছে এক দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী। আর সম্প্রচারণের পর থেকে দর্শকদের অসংখ্য ভালোবাসা, আশীর্বাদ পেয়ে দেখতে দেখতে আজ ৫০০ পর্বে পা রাখলো মিঠাই।
গল্পের প্লট অনুযায়ী এক মিষ্টি বিক্রেতার বাড়িতে নিজের তৈরি মনোহরা বিক্রি করতে পৌঁছে গেছে গ্রামের সাধাসিধে মেয়ে মিঠাই। আর তারপর থেকেই শুরু যত টুইস্ট। সাইকেলে করে ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি থেকে শুরু করে সোজা মোদক পরিবারের ছোটো বৌমা হয়ে যাওয়ার এই গল্প বেশ মনে ধরেছে সিরিয়াল প্রেমীদের। উল্লেখ্য, শুরু সময় থেকে টানা ৪৭ সপ্তাহ TRP তালিকায় প্রথম স্থানে ছিল মিঠাই রানি। সাম্প্রতিককালের সাংসারিক কূটকাচালির বাইরে গিয়ে এমন পারিবারিক মেল বন্ধনের গল্প দেখে বেজায় মজেছেন দর্শকমহল। বলাই বাহুল্য প্রতি সপ্তাহেই নজরকাড়া TRP নিয়ে সগৌরবে এগিয়ে চলেছে মোদক পরিবার।
প্রসঙ্গত ধারাবাহিকের মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা কুন্ডু। তিনি এর আগে অভিনয় করেছেন সান বাংলার ‘কনে বউ’-তে। যদিও কনে বউ থেকে ‘মিঠাই’ এই পালাবদলে বেজায় খুশি তিনি। ইন্ডাস্ট্রিতে এসে প্রথমে তিনি ছোটোখাটো বিজ্ঞাপন করতেন, সেখান থেকেই সুযোগ আসে টেলিভিশন মুখ দেখানোর। সেই থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এর আগেও ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি এছাড়াও ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ সহ বেশ কিছু প্রজেক্টে ছোট্ট ছোট্ট চরিত্রে দেখা গিয়েছে তাকে। তবে ‘মিঠাই’ ধারাবাহিক সৌমিতৃষার কেরিয়ারের মাইলস্টোন এনে দিয়েছে।
এই মুহূর্তে উচ্ছে বাবু ও মিঠাইয়ের রসায়ন দর্শকদের কাছে একটা সান্ধ্যকালীন উপহার। সন্ধ্যা হলেই আট থেকে আশি সকলকেই টিভির সামনে বসে পড়ে তাদের কেমিস্ট্রি দেখতে। উৎসব হোক চাই হুল্লোড়, সবেতেই এগিয়ে থাকে মোদক পরিবার। আর এই পরিবারের ৫০০ পর্ব সম্পূর্ণ করার খুশি উদযাপন করা হবেনা, তাই কখনও হয়! কেক কাটিং পর্ব, কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া, আনন্দ, ফুর্তি সহকারে পালন করা হলো দিনটি। আর সৌমিতৃষা সেই মুহুর্তগুলি ক্যামেরা বন্দি করে পৌঁছে দিলেন নিজেদের অনুরাগীদের কাছেও। মিঠাই পরিবারের পাশাপাশি সেলিব্রেশনে মেতে উঠেছে মিঠাই ভক্তরাও। এমনকি ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৫০০ পর্ব পূর্তি উদযাপন এর পোস্ট করেছেন।