Mithai

সিদ্ধার্থ-মিঠির বিয়ে পাকা! খবর পেতেই ডিভোর্সের সিদ্ধান্ত মিঠাইয়ের, ‘মিঠাই’ ধারাবাহিকে আসছে ধামাকা পর্ব

প্রায় দু’বছর ধরে টেলিভিশনের (Television) পর্দায় দাপিয়ে বেড়িয়েছে মিঠাই (Mithai) । বদলেছে গল্পের ধরণ, বদলেছে গল্পের মোড়। তবে এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই বলেছিল ‘এবার বোধহয় গল্পের বুনাটে কোথাও খামতি দেখা যাচ্ছে…। মিঠাই শেষ হয়ে যাওয়াই ভাল।’ তবে এই ধারাবাহিকে অভিনয় করেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন আদৃত রায় (Adrit Roy) এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।

যাইহোক, যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, ধারাবাহিকে এখন দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে সৌমিতৃষাকে। এর আগে যখন মিঠাইয়ের মৃত্যু দেখানো হয়েছিল তখনই এন্ট্রি হয়েছিল মিঠি (Mithi) চরিত্রটির। এমনকি ভাগ্যচক্রে বিবাহবন্ধনে আবদ্ধও হয়েছিল তারা।

এরপর অনেকেই ভেবেছিলেন যে, এবার হয়ত মিঠিকে নিয়েই এগিয়ে যাবে সিরিয়ালের গল্প। তবে ঠিক তখনই এন্ট্রি হয় মিঠাইরানীর। স্ত্রী মেয়েকে কাছে পেয়ে সিড-ও ফিরে পায় তার হারানো সংসার। এদিকে মিঠির জীবনে আসে ডাক্তারবাবু রোহিত। সিদ্ধার্থের থেকে মন সরিয়ে আসতে আসতে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেছে মিঠি।

তবে এতকিছুর মধ্যে মিঠাইয়ের মাথায় একটাই কথা ঘুরছে যে, মিঠি কি কেবলই শাক্যর টিচার ছিল? সে কি কোনোভাবেই সিদ্ধার্থের জীবনে ছিলনা? তার মাথায় একটাই প্রশ্ন, নিজের অজান্তেই মিঠির কোনো বড় ক্ষতি করে ফেলছেনা তো সে। প্রশ্নের উত্তর মিলতে না মিলতেই ধারাবাহিকে এসে গেল মোড় ঘোরানো টুইস্ট।

যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, সিদ্ধার্থ এবং মিঠির বিয়ে হয়ে গেলেও মিঠাই এতদিন তা জানত না। সেই সম্পর্ক কোনোদিন গড়ে না উঠলেও মিঠাই সেটা কীভাবে নেবে তা বলা যায়না। আর এবার সেটাই জেনে ফেলল মিঠাই। আজকের পর্বেই আপনারা দেখতে পাবেন, মিঠি এবং শ্রীয়ের কথা আড়াল থেকে শুনে ফেলবে মিঠাইরানী।

মিঠাই জানবে যে, তার উচ্ছেবাবু এবং মিঠির বিয়ের কথা। এখন দেখার বিষয় এই যে, মিঠি আর সিড-র বিয়ের কথা জেনে মিঠাইরানী কী সিদ্ধান্ত নেয়। সবটা জেনে উচ্ছেবাবুর সঙ্গে সংসার করতে রাজি হবে সে? নাকি মিঠির হাতে তুলে দেবে তার সংসার। এর উত্তর পেতে গেলে অবশ্যই দেখতে হবে জি বাংলার ‘মিঠাই’।

Avatar

Moumita

X