গত বছর থেকেই একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে বাংলা টেলি দুনিয়ায়। কোনো সিরিয়ালের (Bengali Serial) টিআরপি (TRP) কমল কী কমল না, শুরু হয় নতুন একটা সিরিয়াল। তবে এই ট্রেন্ডের মধ্যে দিয়েও এতদিন গা বাঁচিয়ে ছিল টেলিভিশনের এক জনপ্রিয় মেগা। তবে এবার নাকি কোপ পড়তে চলেছে এককালীন এই বেঙ্গল টপারের উপরেও।
সম্প্রতি শোনা গেছে, জি বাংলার পর্দায় নাকি আরো দুটি ধারাবাহিক আসতে চলেছে। যার মধ্যে একটি হল ‘ফুলকি’। ইতিমধ্যেই সামনে এসেছে এই সিরিয়ালের নতুন লুক। যেখানে দেখা যাচ্ছে, মূখ্য ভূমিকায় অভিনয় করছেন, নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল। আর তার বিপরীতে অভিনয় করছেন সোমরাজ মাইতি।
মূলত, বক্সিকংকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ধারাবাহিকের গল্প। মেয়ে হয়ে এবার বক্সিংয়ে টক্কর দেবে ছেলেদের। প্রসঙ্গত, এই ধারাবাহিকের নায়কও একজন বক্সার। নতুন প্রোমোতে দেখানো হয়েছে, হাঁপানি রোগী হওয়া সত্বেও বক্সিংয়ে অংশ নেবে ফুলকি। কারণ তার জন্য এই প্রোগ্রামটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
আসলে এই প্রোগ্রামটিতে যে জিতবে সে ১০ হাজার টাকার পুরস্কার জিতবে। সেই টাকাটা জিতলে সে, মায়ের ডায়ালিসিস করাতে পারে। সূত্রের খবর, জি বাংলা প্রোডাকশন তৈরী করেছে এই সিরিয়াল। প্রসঙ্গত, ধারাবাহিকে এটাই দিব্যানির প্রথম অভিনয় হলেও, মডেল হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে তার।
এখন দেখার বিষয় হল সোমরাজ মাইতির সঙ্গে তার প্রথম ধারাবাহিক কতটা সফল হয়। তবে এসবের মধ্যেই খবর, ফুলকি আসতে না আসতেই বন্ধ হবে জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক ‘মিঠাই’। টেলিপাড়ার গুঞ্জন, আগামী ২৪ এপ্রিল থেকে সন্ধ্যা ৬ টার স্লটে দেখা যাবে ফুলকিকে। আর সেই কারণেই বন্ধ করা হবে ‘মিঠাই’র খাতা।