Mithai

Additiya

আজ শেষ শ্যুটিং ‘মিঠাই’র, ভালোবাসা-উপহারে ভেসে গেলেন ‘সৌমিতৃষা’, রইল ভিডিও

সমস্ত জল্পনার অবসান। অবশেষে পথ চলা শেষ হচ্ছে মিঠাই (Mithai) ধারাবাহিকের। ৩১শে মে হয়ে গেল শেষ শ্যুটিং। প্রায় দু বছর ধরে বাংলা টেলিভিশন (Bengali Serial) জগতে রাজত্ব চালিয়েছে মিঠাই রানী। কেবলমাত্র সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এবং আদৃত রায় (Adrit Roy) নন, দর্শকদের মনের পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন এই ধারাবাহিকের প্রতিটি চরিত্র। তবে প্রতিটি শুরুর আছে শেষ। আর সেই নিয়ম মেনেই এবার শেষের পথে মিঠাই।

   

জি বাংলার এই ধারাবাহিক দর্শকমহলে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল সে জনপ্রিয়তা পেয়েছে খুব কম ধারাবাহিক। বর্তমানে যেখানে শুরু হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াল সেখানে প্রায় আড়াই বছর ধরে দর্শক মনে রাজত্ব করছে মিঠাই। শেষ কয়েক মাসে টিআরপি তালিকায় ধাক্কা খেলেও জনপ্রিয়তা একটুও কমেনি মিঠাই এর।

এদিন শেষ বারের মতো মিঠাই রানী সহ গোটা টিমকে দেখার জন্য শ্যুটিং সেটে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। অনেকেই নানান ধরনের উপহার তুলে দিলেন প্রিয় অভিনেত্রীর হাতে। কেউবা নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিয়ে নিয়ে এসেছিলেন প্রসাদ তো কেউ আবার নজর কাটাতে নিয়ে এসেছিলেন শুকনো লঙ্কা।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,জি বাংলা,মিঠাই,সৌমিতৃষা কুণ্ডু,Entertainment,Tollywood,Bengali Serial,Zee Bangla,Mithai,Soumitrisha Kundu

এমনকি বাংলাদেশের এক ভক্ত মিঠাই রানীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন ঘুঙুর। কেউ আবার মুক্তোর হার এবং সোনার রিসলেট নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রীর সামনে। ভক্তদের কাছে এহেন ভালোবাসা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন পর্দার মিঠাই। তাঁর কথায়, ‘এই প্রথমবার এত মানুষের কাছে ভালোবাসা পেলাম’।

কেবলমাত্র বাংলাতে নয়। বাংলাদেশও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’। ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং সেটে হাজির হয়েছিলেন অগণিত ভক্ত। ভিড় এতটাই ছিল যে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। অনুরাগীদের কাছে ভালোবাসা পেয়ে আপ্লুত মিঠাই রানী ওরফে সৌমিতৃষা।