Mithai

ফের ধামাকা করবে ‘মিঠাই’, মিঠি ক্ষতি করতে চলেছে মিঠাই-র, ফাঁস সিরিয়ালের নতুন ট্র্যাক

দেখতে দেখতে পুরো দুটো বছর পার করে ফেললো জি বাংলার সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। তবে এখনও পর্যন্ত দর্শকরা এই সিরিয়ালের (Bengali Serial) উপর থেকে আগ্রহ হারাননি। ভক্তদের কাছে যেন আবেগের অপর নাম ‘মিঠাই’। ধারাবাহিকের প্রতিটি সদস্য যেন ঘরের মানুষ হয়ে উঠেছেন।

সত্যি কথা বলতে, সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায় তো এই মুহূর্তে দর্শকের কাছে সেরা জুটি। সে মিঠাই রূপেই হোক বা মিঠি রূপে। এই যেমন, কিছুদিন আগেই মানুষ ধরে নিয়েছিল যে, মিঠাই হয়ত আর বেঁচে নেই। তখন মিঠিকেই আপন করে নিয়েছিল সবাই। কিন্তু সবাইকে চমকে দিয়ে মেয়েকে কোলে নিয়ে মিঠাই আবার ফিরল গল্পে।

যদিও এখনও তাদের দেখা হয়নি। তবে মিঠাইকে খোঁজার জন্য সিদ্ধার্থ কিন্তু উঠে পড়ে লেগেছে। পরিবারের কেউ তাকে বিশ্বাস না করলেও মিঠি একমাত্র সিদ্ধার্থের কথায় বিশ্বাস করে মিঠাইকে খুঁজতে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। মিঠাই সেজে বাকের হাটেও যায় সে। যাতে তাকে দেখে কেউ মিঠাই মনে করে কথা বলে। তাহলে বোঝা যাবে যে, সেখানে মিঠাই আছে কি না।

টলিউড,বিনোদন,গসিপ,মিঠাই,নতুন এপিসোড,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,Tollywood,Entertainment,Gossip,Mithai,New Episode,Television,Bengali Serial

এদিকে সোশ্যাল মিডিয়াতেও ফাঁস হয়েছে মিঠাইয়ের আপকামিং ট্র্যাক। যেখানে দেখা যাচ্ছে, একেবারে নতুন লুকে হাজির হয়েছে মিঠি। নতুন বলতে, সম্পূর্ণ মডার্ন লুকে নিজেকে মেলে ধরেছে সে। এখন আর আগের মত সহজ সরল মেয়ে নেই সে। মিঠাই ফিরে আসতেই সে ভিলেন হয়ে উঠেছে!

Mithai

 

মিঠির এই নতুন রূপ দেখে তো চমকে গিয়েছেন দর্শকরা। আচমকা তার চরিত্রের এই পরিবর্তনে মাথায় হাত পড়েছে তাদের। তবে বলে রাখি, এখনই ঘাবড়ানোর মত কিছু হয়নি। আসলে কিছু কিছু সময় মিঠাই ভক্তরা নিজেদের মত করে গল্প সাজিয়ে নেয়। আসলে এক ভক্ত সৌমিতৃষার সিরিয়াল ‘কনে বৌ’র লুক নিয়ে নিজের মত গল্প সাজিয়েছেন।

Avatar

Moumita

X