Zee Bangla

Moumita

সোনার সংসারে গ্ল্যামারাস লুকে হাজির জি কন্যারা, প্রকাশ্যে অনুষ্ঠান সম্প্রচারের দিনক্ষণ

প্রতিবারের মত এবারও শুরু হতে চলেছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩(Zee Bangla Sonar Songsar Award 2023)। গত ৯ মার্চ সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানের শুটিং। জমকালো এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিল গোটা জি পরিবার (Zee Bangla)। দেখা গেছে সব তারকাদের গ্ল্যামারাস লুক।

   

‘মিঠাই’ (Mithai) থেকে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) কিংবা ‘ঝিলমিল’ (Jhilmil) থেকে ‘পর্ণা’ (Parna) কে নেই সেই অনুষ্ঠানে। জি বাংলার এই অনুষ্ঠান যেন একেবারে চাঁদের হাট। এই পর্ব টেলিভিশনে সম্প্রচারিত না হলেও তার ঝলক দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত সেই দেখেই সাধ মেটাচ্ছে দর্শকরা।

ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করে আছে যে, টেলিভিশনের পর্দায় কবে দেখা যাবে এই শো। তাদের জন্য জানিয়ে রাখি, আপাতত স্টুডিওপাড়ার খবর, আগামী ২৬ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে এই জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩,Sonar Songsar Award 2023,Telecast Time,সম্প্রচারের দিনক্ষণ,মিঠাই,Mithai,পর্ণা,Parna

তবে এইবারের এই অনুষ্ঠানে চমক হিসেবে থাকছে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঞ্চালনা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের নানা ধরনের লুক। কেউ শাড়ি তো কেউ গাউন, গ্ল্যামারাস লুকে উপস্থিত হয়েছেন শিল্পীরা।

এই যেমন, মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার পরনে ছিল সরু স্ট্র্যাপের ব্লাউজ আর ন্যুড রঙা শাড়ি। বোল্ড লুকে মিঠাই অভিনেত্রীর সেই ছবি ভাইরাল হয়েছে ঝড়ের বেগে। স্বস্তিকা দত্ত পরেছিলেন সাদা শাড়ি, ওদিকে পল্লবী শর্মা সেজেছিলেন গ্ল্যামারাস সবুজ রঙের শিফনে। এদিকে শ্বেতা ভট্টাচার্য পরছিলেন বেগুনি রংয়ের সিকোয়েন্স এর কাজ করা শাড়িতে।

পাশাপাশি উপস্থিত ছিলেন, ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরা এবং রিনি অভিনেত্রী মিশমি দাস। এদিকে পিলু অভিনেত্রী মেঘা দাঁ পরেছিলেন বেইজ আর লাল রঙের মিশেলে তৈরি শাড়ি। সবে মিলিয়ে দারুণ জমজমাট ছিল জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড।