mithailast episode full serial explaning

Moumita

‘মিঠাই’য়ের অন্তিম পর্বেও থাকছে ডাবল ধামাকা, আগে থেকে জেনে নিন কি ঘটবে শেষ পর্বে?

দীর্ঘ আড়াই বছর ধরে টেলি দুনিয়ায়(Bangla Serial) রাজ করেছে জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই'(Mithai)। তবে অবশেষে শেষ হল পথচলা। আজকেই অর্থাৎ শুক্রবারই হবে ধারাবাহিকের শেষ পর্বের সম্প্রচার(Last Episode Streaming)। তাই আজকের সন্ধ্যাটা মিঠাই ভক্তদের জন্য ভিষণ রকমের গুরুত্বপূর্ণ। কারণ আজ সন্ধ্যায় আবারও একবার একসাথে আসতে চলেছে মোদক পরিবার।

   

আর এই শেষ লগ্নে ভক্তদের জন্য কোন চমক থাকবেনা তাই কখনও হয়! জানা গেছে অন্তিম লগ্নেও সিদ্ধার্থ-মিঠাই, সোম-তোর্সাদের তরফ থেকে আসছে বেশ কিছু চমক। যারা টিভিতে মিঠাই দেখার অপেক্ষায় বসে আছেন তারা হয়ত জানেননা তবে জি ফাইভ প্রিমিয়াম মেম্বাররা কিন্তু লাস্ট এপিসোড দেখে নিয়েছেন।

সেখান থেকেই ভাইরাল হয়েছে অন্তিম পর্বের টুইস্ট। এইদিন পর্বের শুরুতেই হাসপাতালে দেখা গেল সিদ্ধার্থ মোদককে‌। কারণ দূর্ঘটনায় মিঠাইয়ের ডান হাতটা নষ্ট হয়ে গেছে। সেটা কেটে বাদ দিতে হবে। এমতাবস্থায় সকলের চিন্তা এটাই যে, হাত না থাকলে মিঠাই মিষ্টি বানাবে কীভাবে? শরীর এবং মনের কষ্ট নিয়েও মিঠাই রানী তখন জানায় নিজের হাত বাদ পড়লেও অপর এক হাত রয়েছে তার।

এইকথা বলেই সে ইশারা করে উচ্ছেবাবুদ দিকে। এই ঘটনার পর ছেলে মেয়ছকে নিয়ে গোপালের কাছে প্রার্থনা করতে থাকে সিদ্ধার্থ। প্রার্থনা করে গোটা পরিবার। এমতাবস্থায় ডাক্তারবাবু জানান, এক অদ্ভুত মিরাকেল ঘটেছে। মিঠাইয়ের হাত বাঁচানো গেছে। সেই পরিস্থিতিতে সিদ্ধার্থ ঠাকুরের কাছে প্রমিস করে মিঠাই সুস্থ হলেই নিজের হাতে করে পিঠে-পুলি বানিয়ে প্রসাদ দেবে গোপালকে।

এরপর মিঠাইকে নিয়ে বাড়ি চলে গোটা মোদক পরিবার তাকে বরণ করে নেয়। এইদিন শেষ দৃশ্যে হাজির ছিল স্যান্ডি। মিঠি ছিল না, কিন্তু তার বর ছিল। নিপা-রুদ্র, শ্রীতমা-রাতুল, সোম-তোর্সারাও ছিল তবে শেষ পর্বে ছিলনা শ্রীনন্দার। যদিও এপিসোড মাতিয়ে দিয়েছিলেন রাজীব কুমার একাই‌। সিন বদলাতেই দেখা যায় মিঠাই আর সিদ্ধার্থ মিলে পাটিসাপটা বানায়। বানানো হল মিষ্টিও।

এদিকে খবর মিললো তোর্সা নাকি মা হতে চলেছে। খবর পেতেই তোর্সাকে মিষ্টি খাওয়ায় মিঠাই নিজে। বৌদিমণির লেগপুল করতে ছাড়লোনা সিদ্ধার্থও‌। এর পাশাপাশি আরো একটি টুইস্ট দেখা গেল শেষ পর্বে। যে সিদ্ধার্থ আগে বলত, “আই হেট সুইটস, মিষ্টি দেখলে আমার বমি পায়।” সেই সিদ্ধার্থ জানায়,“মিষ্টি খেলে আমার আর বমি পায় না, বিকজ আই লাভ সুইটস।” এটা বলেই মিঠাইকে বুকে জড়িয়ে নেয় সে। সবাই বলে ওঠে জয় গোপাল।