একেই বলে বুড়ো হাড়ের জোর। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) মহাগুরু হিসাবে ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) ফিরতেই টিআরপিতে জোয়ার এসেছে। যদিও এই নাচের শো নিয়ে উন্মাদনার শেষ নেই। প্রতিটি পর্বেই থাকে নতুন নতুন সব টুইস্ট। সঞ্চালক অঙ্কুশ হাজরার সঙ্গে মেতে ওঠেন মিঠুনও।
প্রসঙ্গত, চলতি সিজনে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনি রায়। যদিও এখন কিছুদিন মৌনি রায় না থাকায়, সেই জায়গা নিয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়। আপাতত তাকেই দেখা যাচ্ছে বিচারকের আসনে। তিন অভিনেত্রী বেশ জমিয়ে রেখেছেন ডান্স বাংলা ডান্স।
এই যেমন শনিবারের পর্বে মিঠুনকে নিয়ে একটি গল্প শেয়ার করেন পূজা। এই পর্বে নায়িকা জানান, মহাগুরুই হলেন সেই প্রথম পুরুষ যাঁকে দেখে তিনি ক্রাশ খেয়েছিলেন। একথা শুনে মহাগুরু বলে ওঠেন, ‘এবার তো যেতেই হবে’। সাথে সাথেই মঞ্চে উঠে পূজার সঙ্গে গানের তালে পা মেলাতে থাকেন।
নিজের অর্ধেক বয়সের অভিনেত্রীর সঙ্গে দিব্যি পাল্লা দিয়ে নাচতে থাকেন মিঠুন। এরপরেই ঘটে আরো এক মজাদার ঘটনা। পূজার হাতে একটি গোলাপ তুলে দিতেই লজ্জায় লাল হয়ে মহাগুরুকে জড়িয়ে ধরেন অভিনেত্রী। সবশেষে মহাগুরু নায়িকার কপালে এঁকে দেন স্নেহচুম্বন।
প্রসঙ্গত, বিচারকাও মাঝে মাঝে মঞ্চে উঠে প্রতিযোগীদের সাথে পা মেলান। কখনও সখনও তিন নায়িকার একত্রে নাচ দেখার সুযোগও হয়। এইসবের মাঝে কখনো কখনো মিঠুনকেও স্টেজে দেখা যায়। ৭২ বছর বয়সেও তার যা এনার্জি তা দেখে লজ্জা পাবে, আজকের তরুণরাও।