Mithun Chakraborty Awarded Dada Saheb

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, প্রাপ্য জানালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা-রুদ্রনীলরা

পার্থ মান্নাঃ মিঠুন চক্রবর্তী নামটা সকলের কাছেই বেশ পরিচিত। টলিউড থেকে বলিউড নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে সর্বত্র মানুষের মনে রাজত্ব করেন তিনি। নিজের দীর্ঘ অভিজয় জীবনে একাধিক অ্যাওয়ার্ড ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। এবছরের শুরুর দিকেই ‘পদ্মভূষণ’ সন্মানও পেয়েছিলেন। তবে এবার জানা যাচ্ছে, দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী।

আজ অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সুখবর প্রকাশ করেন। এমন একটা খবর পেয়ে অভিনেতা যেমন গর্বিত ও খুশি তেমনি ভক্তরাও দারুন উৎসাহিত। এদিন মিঠুন চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাষা খুঁজে পাচ্ছি না বলার মত। এতবড় সন্মান পেয়েছেন যে না পারছেন কাঁদতে না পারছেন হাসতে। পুরস্কারটি নিজের ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করার কথা জানান তিনি। এমনকি টলিপাড়ার বাকি তারকারাও নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে।

টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ নাম পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ তার জন্মদিন, আর এমন একটা বলেও দিনে সুখবর পাওয়ায় তিনি বেশ খুশি। তাঁর মতে, এই মুহূর্তটা আমাদের সবার উদযাপন করা উচিত। আমি ব্যক্তিগতভাবে ওনার ভীষণ বড় ভক্ত। যে মানুষটা ডিস্কো ডান্সার থেকে তাহাদের কথা করতে পারে সে আমার কাছে অনুপ্রেরণা। এত বছর ধরে নিজের অভিনয়ের গুণেই এই জায়গা তৈরি করেছেন তিনি। দেশের অন্যতম অভিনেতা দাদাকে আমার প্রণাম’।

ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের সাথেও যোগাযোগ করা হয়েছিল। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন শুনে তিনি জানান, ‘ভীষণ আনন্দ হচ্ছ। এই সন্মান মিঠুনদার প্রাপ্য। আমাদের কাছে তিনি অনুপ্রেরণা। আমি কাবুলিওয়ালা দেখে খুব কেঁদেছিলাম। উনি মিঠুনদা আমাদের দেশের গর্ব’।

অভিনেতা রুদ্রনীল ঘোষও নিজের মতামত জানিয়েছেন এই খবর পাওয়ার পর। তিনি জানান, খুব কম সংখ্যক অভিনেতাই মিঠুন চক্রবর্তী যে সন্মান পেয়েছেন সেটা পান। এটা একটা দারুন খুশির খবর। একইভাবে আরও একাধিক তারকাদের কণ্ঠে শোনা গেল প্রশংসা ও খুশির খবর।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X