Mithun Chakraborty

Papiya Paul

গায়ের রং কালো, আবার বাঙালী, পরিচালকরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতেন, মুখ খুললেন মিঠুন চক্রবর্তী

বর্ণবৈষম্য সারা পৃথিবীর কাছে এক অভিশাপ। অনেকে হয়তো মনে করবেন বর্ণবৈষম্য শুধুমাত্র ইউরোপের উন্নত দেশগুলির ক্ষেত্রেই প্রযোজ্য। না এমনটা মোটেও নয়। বর্ণবৈষম্যের ব্যাপক বিস্তার রয়েছে আমাদের ভারতবর্ষেও(India)। বিশেষ করে ভারতের চলচ্চিত্র(Indian Cinema) জগতে বর্ণবৈষম্য একসময় অভিশাপের মতো ছিল। একথা স্বীকার করে নিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)।

সম্প্রতি প্রকাশিত হয়েছে পরিচালক- সাংবাদিক রাজকমল মুখোপাধ্যায়ের ‘মিঠুন চক্রবর্তী: দ্য দাদা অফ বলিউড’। এখান থেকে জানা গিয়েছে শুধুমাত্র গায়ের রং এর জন্য বলিউডে ব্রাত‍্য ছিলেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি, বাঙালি হওয়ার জন্যও পেশাদারি জীবনের শুরুতে অনেক অপমান সহ্য করতে হয়েছিল মিঠুন চক্রবর্তীকে।
   

মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, শুরুর দিকে গায়ের রং নিয়ে কম বিদ্রুপ সহ্য করতে হয়নি। এর পাশাপাশি বাঙালি হওয়ার কারনে বারবার পরিচালকরা আমাকে রিজেক্ট করে দিতেন। ঠিকঠাক সুযোগ দিতেন না। পেপারে আমাকে নিয়ে ভুলভাল লেখালেখি হত। আমি ভেঙে পড়তাম কিন্তু হাল ছাড়িনি। লড়াই করে নিজের জায়গা ছিনিয়ে নিয়েছি।

তিনি  আরো বলেছেন, “সকলকেই লড়াই করতে হয়। কিন্তু আমাকে একটু বেশিই করতে হয়েছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল, আমি বোধহয় আমার লক্ষ্যে পৌঁছতে পারব না। নানা কারণে কলকাতাতেও ফিরতে পারছিলাম না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, আমি এমনকী আত্মহত্যার কথাও ভেবেছিলাম। কিন্তু আমার সকলের প্রতি উপদেশ, কখনও লড়াই বন্ধ করে জীবন শেষ করে দেওয়ার কথা ভাববেন না। আমি জন্মগত ভাবে একজন লড়াকু মানুষ। আমি হারতে শিখিনি। দেখুন, আজ আমি কোথায় পৌঁছেছি।”