বাংলা থেকে বড়বড় কারখানা তুলে নিচ্ছে মোদি সরকার, অথচ নীরব মুখ্যমন্ত্রী মমতা

দীর্ঘ কয়েক বছর হয়ে গেল পশ্চিমবঙ্গে কোন বড় শিল্প হয়নি। যা হয়েছে তা ছোট এবং মাঝারি শিল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শিল্পপতিদের বাংলায় ডেকে বড় শিল্প করার আশ্বাস দিয়েছেন। অথচ বাংলার অন্যতম ঐতিহ্যবাহী শিল্পের সঙ্কট নিয়ে সবাই নীরব। স্টিল অথরিটি অব ইন্ডিয়ার একটি সাম্প্রতিক সিদ্ধান্ত দুর্গাপুর এবং বার্নপুরের ইস্পাত কারখানার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কলকাতায় সেল-এর একটি গুরুত্বপূর্ণ দফতর— কাঁচামাল সরবরাহ বিভাগ উঠিয়ে দেওয়া হল। তার ফলে বহু কর্মী কর্মহীন হবেন বলে আশঙ্কা। অথচ কেন্দ্র সরকারের এমন অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারকেও কোন প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না।

Avatar

Koushik Dutta

X