মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দিল্লীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর নানান জল্পনা উঠছে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাবলের একটি বয়ান এই জল্পনার আগুনে ঘি ঢালার কাজ করেছে। রামদাস শুক্রবার একটি বড় বয়ান দিয়ে বলেছেন যে, মহারাষ্ট্রের প্রাক্তন শরিক শিবসেনা আর বিজেপি সমেত অন্য দলগুলি মিলে জোট সরকার গড়তেই পারে। রামদাস বলেন, এই জোটে মুখ্যমন্ত্রীপদ অর্ধেক কার্যকাল পর্যন্ত শিবসেনার সঙ্গে ভাগ করা নেওয়া হবে।