Arijit

‘অলিম্পিকের পরে একসঙ্গে আইসক্রিম খাবো’ সিন্ধুকে কথা দিলেন PM নরেন্দ্র মোদি

কয়েকদিন বাদেই শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। ইতিমধ্যেই ভারতীয় অ্যাথলিটরা টোকিও অলিম্পিক এর চূড়ান্ত পর্বের প্রস্তুতি সেরে ফেলেছে। এবার অলিম্পিকে ভারতের হয়ে সোনা জেতার সবথেকে বেশি সম্ভাবনা তৈরি হয়েছে শার্টলার পিভি সিন্ধুকে নিয়ে। ইতিমধ্যে পিভি সিন্ধুকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয়রা।

   

2016 রিও অলিম্পিক এর ফাইনালে হেরে সোনা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল পিভি সিন্ধুর। তারপর থেকে সিন্ধু বারবার বলে আসছেন, অলিম্পিকে সোনা না জেতা পর্যন্ত আমি রাতে ভালো করে ঘুমাতে পারবো না।

এক সাক্ষাৎকারে সিন্ধু বলেছিলেন, ‘আমাকে কঠোর অনুশীলনের মধ্যে থাকতে হয় অলিম্পিকের ভালো পারফরম্যান্স করার জন্য। অলিম্পিকের কয়েক মাস আগে আমার মোবাইল কেড়ে নিয়েছিলেন কোচ গোপিচাঁদ, আমাকে আইসক্রিম খেতে দেওয়া হয় না।’ সেই সাক্ষাৎকার টিভিতে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের মনোবল বাড়ানোর অনুষ্ঠানে মোদীজি সিন্ধুকে সরাসরি বলেন, ” আমার বিশ্বাস আপনি অলিম্পিকে এবারও সাফল্য পাবেন। অলিম্পিক থেকে ফিরে আসুন আপনার সাথে একসাথে বসে আইসক্রিম খাবো, কথা দিলাম।”