বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,সোনামণি সাহা,সপ্তর্ষি মৌলিক Entertainment,Tollywood,Bengali Serial,Sonamoni Saha,Saptarshi Moulik

শঙ্খ এখন অতীত, এবার শ্রীময়ীর ছেলে ‘ডিঙ্কা’র সঙ্গে জুটি বাঁধবেন ‘মোহর’!

‘শ্রীময়ী'(Sreemoyee) ধারাবাহিকে অভিনয়ের পর অভিনেতা সপ্তর্ষি মৌলিকের(Saptarshi Moullick) জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। দর্শকদের কাছে তিনি সকলের প্রিয় ‘ডিঙ্কা’ হিসাবেই পরিচিত। শ্রীময়ী ধারাবাহিক শেষ হবার পর তাকে আর অন্য কোনো ধারাবাহিকে এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে এবার শোনা যাচ্ছে, লীনা গাঙ্গুলীর হাত ধরে তিনি ছোটপর্দায় ফিরছেন।

এবার তাকে আর পার্শ্বচরিত্রে নয়, বরং নায়কের চরিত্রে দেখা যেতে পারে। এমনকি এই সিরিয়ালে তাঁর বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী সোনামণি সাহাকে(Sonamoni Saha)। ‘মোহর’ শেষ হবার পর তিনি ম্যাজিক মোমেন্টেসের হাত ধরেই ছোটপর্দায় ফিরবেন বলে জানা গিয়েছিল। খুব সম্ভবত, এই ধারাবাহিক দিয়েই মোহর আবার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যাবেন।

যদিও এখনও সঠিকভাবে নির্মাতাদের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে এই তথ্য সত্যি হলে নতুন এক জুটিকে পাবেন দর্শকেরা। ঠিক যেমন ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক দিয়ে নতুন জুটি পাওয়া গিয়েছে। এই নতুন ধারাবাহিকে সাহেবের চরিত্রে অভিনয় করছেন সকলের প্রিয় শঙ্খ ওরফে প্রতীক সেন। আর চিঠির চরিত্রে দেখা যাবে, দেবচন্দ্রিমা সিংহ রায়কে।

ষ্টার জলসার এই সিরিয়ালের মাধ্যমে নতুন জুটি পাবেন দর্শকেরা। প্রসঙ্গত, মোহর শেষ হবার পর প্রতীক ও সোনামনিকে আবার একসাথে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। এমনকি মোহর শেষ হবার পর তারা যে খুব কষ্ট পেয়েছেন সেকথাও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অনুরাগীরা। তবে ফের শঙ্খকে পর্দায় দেখতে পেয়ে খুশি হয়েছেন অভিনেতার অসংখ্য অনুরাগীরা। এখন শুধু মোহর অর্থাৎ সোনামণিকে নতুনভাবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

Avatar

Papiya Paul

X