Arijit

ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়ে টানা ৩টি ডার্বি জিতলো মোহনবাগান, নায়ক সেই রয় কৃষ্ণ

শনিবার ছিল এবারের আইএসএলের সবথেকে উত্তেজক ম্যাচ। আইএসএল এর প্রথম কলকাতা ডার্বি ছিল শনিবার। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। এই ম্যাচ ঘিরে কলকাতার পাশাপাশি সারা দেশ জুড়ে এক আলাদা উন্মাদনা ছিল। কারণ কলকাতা ডার্বি হচ্ছে এই মুহূর্তে দেশের সবথেকে বড় ফুটবল ম্যাচ। যা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্তের ফুটবল ভক্তরাও মুখিয়ে থাকে।

   

আর এবারের ডার্বিতে ফের ইস্টবেঙ্গলকে হারিয়ে বাজিমাত করলো মোহনবাগান। এই নিয়ে আইএসএলে পরপর তিনটে ডার্বি নিজেদের নামে লিখে রাখলো মোহনবাগান। ম্যাচের নায়ক সেই রয় কৃষ্ণা।

এইদিন খেলা শুরু থেকেই দাপট দেখাচ্ছিলো মোহনবাগান। ইস্টবেঙ্গল এর উপর বারবার আক্রমণ করেছিল তারা। 12 মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় রয় কৃষ্ণা। সেই রেশ কাটতে না কাটতেই ফের ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন মনবীর সিং। পরপর দুই গোল খেয়ে দিশেহারা অবস্থা ইস্টবেঙ্গলের গোলরক্ষক তথা অধিনায়ক অরিন্দম ভট্টাচার্যের। 22 মিনিটের মাথায় ফের গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় লিস্টন কোলাসো। তারপর দুই দলের কাছে একাধিক গোলের সুযোগ এলেও কেও কাজে লাগাতে পারেনি। ম্যাচের শেষে ফলাফল মোহনবাগান 3 ইস্টবেঙ্গল 0।

তবে এই ম্যাচে সবথেকে বড় ব্যাপার গোটা ম্যাচে ইস্টবেঙ্গলকে একটিও গোল মুখি শট নিতে দেয়নি মোহনবাগান ডিফেন্স। অপরদিকে বারবার আক্রমণ করে ইস্টবেঙ্গল ডিফেন্সকে দিশেহারা করে তুলেছিল রয় কৃষ্ণা, মনবীর সিং-রা। অপরদিকে এই ম্যাচে নজর কাড়ে ইস্টবেঙ্গলের তরুণ গোলরক্ষক শুভম রায়। অরিন্দম ভট্টাচার্য 23 মিনিটের মাথায় মাঠ ছাড়ার পর তিনি ইস্টবেঙ্গলের গোল রক্ষককের দায়িত্বে ছিলেন, তারপর ইস্টবেঙ্গল আর কোন গোল খায় নি।