Monami Ghosh will be come back in bengali serial with Katha Diwali Special Episode

দর্শকদের প্রতীক্ষার অবসান, ছোটপর্দায় ফিরছেন মনামী! প্রোমো প্রকাশ্যে আসতেই দিলখুশ ভক্তদের

পার্থ মান্নাঃ ছোট পর্দা হোক বা বড় পর্দায় সর্বত্রই সুপারহিট মনামী ঘোষ (Monami Ghosh)। একসময় ‘এক আকাশের নিচে’ টিভি সিরিয়ালের হাত দিয়েই শুরু হয়েছিল তাঁর অভিনয়ের যাত্রা। গল্পে তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। পরবর্তীকালে সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ সবেতেই দেখা গিয়েছে মনামীকে। তবে দর্শকদের অনেকেই অপেক্ষায় ছিলেন কবে আবার টেলিভিশনে দেখা মিলবে অভিনেত্রীর।

ছোটপর্দায় কামব্যাক মনামীর

শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল এক নাচের রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে। আর এর আগে সিরিয়াল বলতে বহুবছর আগে ‘ইরাবতীর চুপ কথা’। তবে সম্প্রতি জানা যাচ্ছে, ফের ছোট পর্দায় ফিরছেন মনামী। তাহলে কি আবার কোনো নতুন সিরিয়াল আসছে? আজ্ঞে না। ষ্টার জলসার সুপারহিট মেগা ‘কথা’তে এন্ট্রি নিতে চলেছেন মনামী। খবর প্রকাশ্যে আসার পর থেকেই খুশিতে উচ্ছসিত মনামীভক্তরা।

সম্প্রতি ষ্টার জলসার অফিসিয়াল পেজে একটি প্রোমো রিলিজ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দীপাবলি উপলক্ষে স্পেশাল পর্ব দেখা যাবে কথা সিরিয়ালে। এই স্পেশাল ‘কথা আলোর ফুলঝুরি’ পর্বেই সুস্মিতা দে ও সাহেব চট্টোপাধ্যায়ের সাথে দেখা যাবে মনামীকে। আসলে বাস্তবের উৎসবের মত সিরিয়ালের পর্দাতেও উৎসবের ট্র্যাক আনা হয়। এতে একদিকে যেমন দর্শকদের উত্তেজনায় বেড়ে যায় তেমনি টিআরপিও মেলে ভালোই।

Monami Ghosh coming in katha Serial

কথা সিরিয়ালে দীপাবলি স্পেশাল ধামাকা পর্ব

বর্তমানে কথা সিরিয়ালে চলছে দুর্গাপুজোর পর্ব। সেটা শেষ হলেও শুরু হবে দীপাবলির সেলিব্রেশন। আর দীপাবলির সেলিব্রেশনেই জমজমাট বলিউড নাইট স্টাইলে বিশেষ পর্বের আয়োজন করা হচ্ছে। যেখানে অগ্নিভ এর বান্ধবী হিসাবে আসবে মনামী। অবশ্য শুধুমাত্র মনামী নয় সাথে জলসা পরিবারের আরেক ধারবাহিক ‘তেঁতুলপাতা’ এর ঋষিরাজ-ঝিল্লিকেও দেখা যাবে। সব মিলিয়ে নাচ-গান আর জমজমাট আড্ডা মিলিয়ে একটা দুর্দান্ত পর্ব উপহার পেতে চলেছেন দর্শকেরা।

প্রসঙ্গত, ধারাবাহিকের জনপ্রিয়তার পাশাপাশি সাহেব-সুস্মিতার  সোশ্যাল মিডিয়াতে একসাথে ছবি দেওয়া দেখে অনেকেই ভেবেছিলেন যে বাস্তবেও হয়তো সম্পর্কে জড়িয়েছেন দুজনে। নেটিজেনদের অনেকেই দুজনের ছবিতে লাইক লাভ রিয়্যাক্ট করে দুজনকে পারফেক্ট জুটি থেকে লক্ষী-নারায়ণ বলেও আখ্যা দিয়েছেন। তবে বাস্তবে দুজনেই ভালো বন্ধু বলে জানিয়েছে তারকারা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X