Bengali Serial

ছোটপর্দাকে বিদায়! নতুন জীবনে পা, নিজেই সুখবর দিলেন ‘মন ফাগুন’ অভিনেত্রী

বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত এক নায়িকা হলেন, অমৃতা দেবনাথ (Amrita Debnath)। তবে মুখ্য চরিত্রে নয়, পার্শ্ব চরিত্রেই দর্শকদের হাত করেছেন তিনি। বেশিরভাগ মেগাতেই তাকে দেখা যায় পার্শ্ব চরিত্রে। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছিল, স্টার জলসার ‘মন ফাগুন’ (Monphagun) সিরিয়ালে (Bengali Serial)।

তবে বেশ অনেক দিন হল শেষ হয়েছে অমৃতা অভিনীত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ (Monphagun)। পিহু-ঋষি জুটির পাশাপাশি অনুষ্কা এবং ঋত্বিকের জুটিকেও বেশ পছন্দ করত সবাই। পার্শ্বচরিত্র হলেও অভিনয়গুনে তারা জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনের মনিকোঠায়।

তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টেলিভিশনের পর্দায় দেখা মেলেনি অমৃতার। যদিও স্টুডিওটাড়ার কানাঘুষা খবর, অমৃতা নাকি সিরিয়াল ছেড়ে নতুন পেশায় পা গলিয়েছেন। তবে অভিনয়কে বিদায় জানাননি তিনি। ধারাবাহিকের বদলে তিনি এখন ব্যস্ত নতুন শর্ট ফিল্ম নিয়ে।

বাংলা সিরিয়েল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মন ফাগুন,Mon Phagun,অনুষ্কা,Anushka,অমৃতা দেবনাথ,Amrita Debnath,নতুন পেশা,New Profession,শর্টফিল্ম,Short Film,অরুনাভ দে,Arunava Dey

অন্তত অভিনেত্রীর ইন্সটাগ্রাম পোস্ট তো এমনটাই বলছে।জানা যাচ্ছে, কাহানি অরিজিনালসের নতুন শর্ট ফিল্ম ‘মিনিংফুল’এ অভিনয় করতে চলেছেন অমৃতা। আর এই প্রোজেক্টে তার সাথে জুটি বেঁধেছেন ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত জনপ্রিয়অভিনেতা অরুনাভ দে।

বাংলা সিরিয়েল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মন ফাগুন,Mon Phagun,অনুষ্কা,Anushka,অমৃতা দেবনাথ,Amrita Debnath,নতুন পেশা,New Profession,শর্টফিল্ম,Short Film,অরুনাভ দে,Arunava Dey

প্রসঙ্গত উল্লেখ্য, তিলোত্তমার বুকে গড়ে ওঠা এক মিষ্টি প্রেমের গল্প নিয়ে বানানো হচ্ছে এই শর্ট ফিল্ম। সম্প্রতি দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে লেখা ‘আমার সাথে কলকাতা ঘুরবি’? যদিও এর বেশি কোনো খবর এখনও মেলেনি।

Avatar

Moumita

X