Papiya Paul

ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলেন, জীবনের স্ট্রাগলের কথা জানালেন ম্রুনাল ঠাকুর

মাত্র ১৭ থেকে ১৮ বছর বয়স নাগাদ নিজের জগৎ তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন বলিউডের(Bollywood) অভিনেত্রী ম্রুনাল ঠাকুর(Mrunal Thakur)। সেই সময় বলিউডের ‘ব’ টুকুও জানা ছিল না তার। কিন্তু তবুও নিজের পরিচিতি গড়ে তোলার মরিয়া চেষ্টা করছিলেন তিনি। আর বারবার ব্যর্থ হওয়াতে তিনি একাধিকবার নিজেকে শেষ করে তোলার কথা ভেবেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের স্মৃতি তুলে ধরেছেন নায়িকা নিজেই।

   

তিনি সাক্ষাৎকারে বলেন, “আমি ভাবতাম, ভাল কাজ না করতে পারলে, জীবনে কিছুই করতে পারব না। ভেবেছিলাম, বয়স ২৩ হতেই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এ পর সন্তানের জন্ম দিতে হবে। ঠিক এগুলোই আমি করতে চাইনি।” আর তাই খুব অল্প বয়স থেকেই বিভিন্ন জায়গায় অডিশন দিতে শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু বারবার সেই অডিশনে প্রত্যাখ্যান পেয়ে নিজের সমস্ত সাহস, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন।

তিনি নিজেই জানিয়েছেন যে তিনি তখন লোকাল ট্রেনে যাতায়াত করতেন। ট্রেনের দরজার সামনে অনেক সময় দাঁড়িয়ে ভাবতেন ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেবেন। মুম্বাইতে এসে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন ‘সুপার ৩০’-র নায়িকা। তবে তার এ কাজে তিনি সন্তুষ্ট ছিলেন না। একদিকে বাড়িভাড়া, খাওয়ার খরচ যোগাতে ঘুম উড়ে যেত তার। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে নিজের লক্ষ্যে পৌঁছে যান তিনি।

প্রথমে মডেলিং দিয়ে যাত্রা শুরু করেন। এরপর এই ছোট পর্দায় অভিনয় শুরু হয়। আর তার পরে সোজা বলিউড। ইতিমধ্যে বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম, হৃত্বিক রোশন, ফারহান আখতারের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুরের সঙ্গে তাঁর অভিনীত ‘জার্সি’ ছবি। আগামী দিনে আরও বেশ কিছু ছবি তার হাতে রয়েছে বলেও তিনি জানিয়েছেন।