Arijit

ধোনি চেন্নাইয়েই, রাহুলকে অধিনায়ক করে চমকে দিল নতুন ফ্রাঞ্চাইজি, দেখুন কে কোন দলে!

চারবার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাড়ছে না আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। আগামী তিন মরশুমের জন্য ধোনিকে চেন্নাইতেই রেখে দেওয়া হচ্ছে। ধোনির পাশাপাশি চেন্নাই ধরে রাখতে পারে তরুণ ধ্বংসাত্মক ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড এবং সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও। এছাড়া চতুর্থ ক্রিকেটার হিসেবে মঈন আলিকে রাখারও চিন্তাভাবনা করছে সিএসকে।

   

অপরদিকে ঋষভ পন্থকে অধিনায়ক হিসেবে ধরে রেখে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। দীর্ঘ কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে ঋষভ পন্থের পারফরম্যান্স পাশাপাশি একজন দক্ষ অধিনায়কও হয়ে উঠেছেন ঋষভ। সেই কারণে পন্থকে ছাড়বে না দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের পাশাপাশি তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং দক্ষিণ আফ্রিকার তারকা জোরে বোলার অনরিখ নোখিয়াকেও ধরে রাখতে পারে দিল্লি।

মুম্বাই ইন্ডিয়ান নিশ্চিত ভাবে ধরে রাখবে দলের দুই ম্যাচ উইনার রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহকে। অপরদিকে কায়রন পোলার্ড এর সঙ্গেও কথাবার্তা বলছে মুম্বাই। এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আরও দুই তারকা ম্যাচ উইনার সূর্য কুমার যাদব এবং ঈশান কিষানকে প্রথমে ছেড়ে দিয়ে নিলামে আবার কেনার ভাবনা চিন্তা করছে।

তবে এবারের নিলামে সবথেকে বড় চমক দিতে চলেছে আইপিএলে সদ্য যুক্ত হওয়া নতুন দল কলকাতার শিল্পপতি সঞ্জিব গোয়েঙ্কার লখনউ। ভারত ওপেনার কে এল রাহুলকে অধিনায়ক করে চমকে দিতে চলেছেন তারা। পাঞ্জাবের সঙ্গে ইতিমধ্যে সম্পর্ক ছিন্ন করেছে রাহুল। তারপরই রাহুলের সঙ্গে কথাবার্তা একপ্রকার পাকা করে ফেলেছে লখনউ টিম ম্যানেজমেন্ট।