নিউজশর্ট ডেস্কঃ উত্থান যেমন রয়েছে তেমনি আছে পতন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির(Mukesh Ambani) সম্পত্তির পরিমাণ যে আকাশছোঁয়া সেকথা সকলেই জানেন। তবে এবার গত শুক্রবার এই মুকেশ আম্বানির সংস্থায় বিরাট পতন ঘটেছে। এদিন দেশের বৃহত্তম জনপ্রিয় সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২ শতাংশের বেশি পতনের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে।
এছাড়া শুক্রবার কোম্পানিটির শেয়ারে যথেষ্ট প্রফিট বুকিং দেখা গেছে। এর ফলে এই কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বেশি পতন লক্ষ্য করা গেছে। এই নিয়ে পরপর দ্বিতীয় সপ্তাহে এই কোম্পানির মার্কেট ক্যাপ কমেছে।
রিলায়েন্সের শেয়ারের পতন: রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার বাজারে বিরাট পতন ঘটেছে। BSE-র তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এই রিলায়েন্সের শেয়ার ২.১৭ শতাংশ অর্থাৎ ৬৩.৬০ টাকা কমে ২,৮৬৮.৫০ টাকায় বন্ধ হয়েছে। আর শুক্রবার এই কোম্পানির শেয়ার একেবারে নিচে নেমে যায়। এদিন গিয়ে দাঁড়ায় ২,৮৩২.৭০ টাকায়।
আরও পড়ুন: Post Office: বছরে ৫০০ টাকা রাখলেই বিরাট লাভ, পোস্ট অফিসের এই স্কিমে পাবেন ‘বাম্পার’ সুদ!
বিশেষজ্ঞের মতে, গত সপ্তাহে এই কোম্পানির শেয়ারের দাম ১.৮৪ শতাংশ কমেছে। চলতি বছরের কথা যদি বলা হয় তাহলে কোম্পানির শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ বেড়েছে। এই সংস্থার শেয়ারের পতনের কারণে কোম্পানির মোট সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবারে তুলনায় এই কোম্পানির মার্কেট ক্যাপে ৪৩ হাজার কোটি টাকার বেশি পতন ঘটেছে। বৃহস্পতিবার পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপ ছিল ১৯,৮৩,৭৬৮.১৯ কোটি টাকা। শুক্রবার সেটি গিয়ে দাঁড়িয়েছে ১৯,৪০,৭৩৮.৪০ কোটি টাকা।