নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশের সবথেকে বড় বীমা কোম্পানি হল এলআইসি (LIC)। সেইসাথে এই ভারতীয় জীবন বীমা নিগম শেয়ার বাজারেও (Share Market) একটি বড় শেয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এলআইসি একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছে আর বড় অংশ অংশীদারিত্বও নিয়েছে। এল আই সির বিনিয়োগ পোর্ট ফোলিওতে এমন অনেক কোম্পানির শেয়ার রয়েছে যা থেকে ভালো পরিমাণ লাভ করা যেতে পারে।
সাধারণত বেশিরভাগ বিনিয়োগকারীরা এটাই দেখেন যে এলআইসি কোন কোম্পানির ওপর বাজি `ধরেছে। কারণ যে শেয়ারে এলআইসি বিনিয়োগ করবে তাতে আরও অনেক শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি শেয়ার ডিক্সন টেকনোলজিসের (Dixon Technology)। এই শেয়ার বিনিয়োগকারীদের ভালো পরিমাণ টাকা রিটার্ন দিয়েছে।
ডিক্সন টেকনোলজি এক বছর, ছয় মাস কিংবা এক বছর এক মাসের মতো আলাদা আলাদা মেয়াদে বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত রিটার্ন দিয়ে থাকে। ৫২ সপ্তাহে এই শেয়ারের সবথেকে দামি অর্থাৎ ৭২৩৬ টাকা হয়। যা আপাতত ৬৯১০ টাকা দরে রয়েছে।
বছরের পর বছর ধরে এই শেয়ার থেকে দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী খবর ডিক্সন টেকনোলজি লিমিটেডের শেয়ার
বিগত এক বছরে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণেরও বেশি করে দিয়েছে। জানলে অবাক হবেন এই সময়ে এই শেয়ার মোট ১৩৭ শতাংশ রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন: BSNL ঝড়ে কোথায় উড়ে যাবে Jio,Airtel-Vi! একবার রিচার্জ করলেই চলবে মাসের পর মাস
পাশাপাশি ছয় মাসের এই স্টক ৩৫% থেকে বেশি বেড়ে গিয়েছে। শুধুমাত্র এক মাসে ডিক্সন টেকনোলজির শেয়ার ব্যাংক এফডিতে থেকে ৯ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। কোম্পানির শেয়ার বিগত পাঁচ বছরে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।
২০১৯ সালের মার্চ মাসে ডিকশন টেকনোলজির শেয়ার এর মূল্য ছিল ৫০২ টাকা আর এখন এর দাম ৬৯০০ টাকা পার করে গিয়েছে। এক্ষেত্রে ১২০০ শতাংশের বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে ডিসেম্বর পর্যন্ত এলআইসির কাছে ডিক্সন টেকনোলজির শেয়ারের মাত্র ২.৮৩ শতাংশ অংশীদারত্ব ছিল। প্রসঙ্গত ডিক্সন টেকনোলজিস একটি নয়ডা-ভিত্তিক ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সংস্থা।