Arijit

আমার ভাগ্য ভালো ওদের বিরুদ্ধে বোলিং করতে হয়নি, ওরা আমাকে ধ্বংস করে দিত, মুরলিথরন

শ্রীলংকার একজন কিংবদন্তি স্পিনার হলেন মুথাইয়া মুরলিথরন। এই মুথাইয়া মুরলিথরনের স্পিনে ভর করে একসময় বিশ্ব ক্রিকেটে রাজ করেছে শ্রীলঙ্কা। মুরলিথরন এমন একজন স্পিনার ছিলেন যার বল খেলতে ভয় পেতেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরাও। তার স্পিন খুঁজেই পেতেন না সেই সময়কার মারকুটে ব্যাটসম্যানরাও। টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ানডে ক্রিকেট সব জায়গাতেই তার স্পিনের জাদু পরাস্ত করতো বিপক্ষ ব্যাটসম্যানদের। তবে মুরলিধরনও বেশ কয়েক জন ব্যাটসম্যানকে ভয় পেতেন যারা তার ক্যারিয়ারে তাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন। এক সাক্ষাৎকারে মুরলিধরন জানিয়েছেন, তার ক্রিকেট ক্যারিয়ারে তিনি সব থেকে বেশি ভয় পেতেন ভারতের বীরেন্দ্র শেওয়াগ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে।

   

তবে বর্তমানে ক্রিকেটের বেশ কয়েকজন ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুরলিধরন। তিনি জানিয়েছেন বর্তমানে ক্রিকেটেও এমন বেশ কয়েকজন ব্যাটসম্যান রয়েছে যারা সেই সময় থাকলে তাকে আরও অনেক বেশী অসুবিধায় ফেলতো।

মুথাইয়া মুরলিথরনের মতে বর্তমান ক্রিকেটের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং বাবর আজম তাকে সব থেকে বেশি অসুবিধায় ফেলতো। বিরাট কোহলি ও বাবর আজম বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান। বিশেষ করে এই দুই ব্যাটসম্যান স্পিনারদের বিরুদ্ধে দারুন ব্যাটিং করেন। এর পরিপ্রেক্ষিতেই মুরলিথরন দাবি করেন বিরাট কোহলি এবং বাবর আজম তাকে সব থেকে বেশি অসুবিধায় ফেলতো। ভাগ্য ভালো তাদের বিরুদ্ধে বোলিং করতে হয়নি।