বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা অন্যত্র সরানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আর্জি করলেন মমতার আইনজীবী। নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছেন তৃণমূল নেত্রী। ওই মামলায় বিচারপতি কৌশিক চন্দের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বিচারপতি কৌশিক চন্দের সঙ্গে বিজেপির যোগ রয়েছে তাই তিনি পক্ষপাতী করতে পারেন। সেই কারনে এই মামলা অন্যত্র সরানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আর্জি করলেন মমতার আইনজীবী।