Koushik Dutta

‘চাঁদ’এর উত্তর মেরুর প্রথম ছবি প্রকাশ করল ‘নাসা’, দেখে নিন আপনিও

বিরল ছবি প্রকাশ করল মার্কিন মহাকাশ সংস্থা ‘নাসা’। সৌর জগতে সবথেকে বড় চাঁদের উত্তর মেরু প্রদেশ কেমন দেখতে তাই প্রথম ক্যামেরা বন্দী করতে পেরেছে এই সংস্থা। বৃহস্পতি গ্রহের চাঁদ গ্যানিমেডে-কে সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ হিসেবে ধরা হয়। তারই বিরল ছবি নিতে পেরেছে কোনও মহাকাশ সমস্যা। সমগ্র সৌর জগতেও এটি অন্যতম বৃহৎ কোনও বস্তু।