নিউজশর্ট ডেস্কঃ মহাকাশে এমন অনেক কিছুই রয়েছে যা আজও রহস্য আর বিস্ময়ে ভরা। প্রতিনিয়ত ঘটে চলা মহাজাগতিক ঘটনাগুলির উপর বৈজ্ঞানিকরা নজর রাখেন। যার ফলে বেশ কিছু অদ্ভুত সুন্দর দৃশ্যের সাক্ষী থাকে মানব জগৎ। সম্প্রতি এমনই একটি বিস্ময়কর দৃশ্য দেখা গেল মহাকাশে।
মহাকাশে উপস্থিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর দ্বারা একাধিক ছবি তোলা হয়েছে। যা অতীতে বৈজ্ঞানিকদের গবেষণায় যেমন সাহায্য করেছে তেমনি অবাক করেছে সকলকে। তবে এবার ডার্ক এনার্জি ক্যামেরা দিয়ে যে ছবি ধরা পড়ল সেটা সত্যিই অবাক করে দেওয়ার মত। ছবিটি ইতিমধ্যেই ‘ভগবানের হাত’ হিসাবে বেশ ভাইরাল হয়ে পড়েছে।
ছবিটি নাসার একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কালো মহাকাশের মধ্যে নীল ও বেগুনি আলোর মাঝে সোনালী রঙের রশ্মি। যেটাদেখতে খানিকটাহাতেরমত লাগছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘হ্যান্ড অফ গড!’ ইতিমধ্যেই ২৩ হাজারেরও বেশি লোকে ছবিটিতে লাইক করেছেন।
আরও পড়ুনঃ আধার কার্ড থাকলেই মিলবে ১০ লাখের লোন! কিভাবে করবেন আবেদন? দেখুন পদ্ধতি
অনেকেরই মনে কৌতূহল কিভাবে এমন দৃশ্য তৈরী হল? এর উত্তরে নাসা জানিয়েছে, পৃথিবী থেকে ১৭ হাজার আলোকবর্ষ দূরের সোনালী ওই কাঠামোটি আসলে নীহারিকা। যার চারপাশে ধূলোকণা ছড়িয়ে রয়েছেমূলত। মূলত তারার বিস্ফোরণের ফলে অনেক সুক্ষ কণা জমাট বেঁধেছে। ‘PSR B1509-58’ নামক এই পালসারটির ব্যাসার্ধ প্রায় ১৯ কিমি, যেটা প্রতি সেকেন্ডে ৭ বারঘুরছে।