Naseeruddin Shah Filmfare Awards

Moumita

‘ফিল্মফেয়ারের ট্রফি দিয়ে বাথরুমের হাতল বানিয়েছি’: নাসিরউদ্দিন শাহ

বলিউড (Bollywood) এবং বলিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠান (Award Show), এই দুটি নিয়েই বিতর্কের কোন শেষ নেই। এইসব অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে কমবেশি বহু তারকাই বিতর্কিত মন্তব্য করেছেন। মিস্টার পারফেকশনিস্ট আমির খান তো অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে বহু আগেই বয়কট করেছেন। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Award) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভাইজান সলমন খানও।

   

তবে বিতর্ক থাকলেও অনেক তারকা এমনও আছেন যারা এইসব সম্মাননা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। আর ফিল্মফেয়ার হল সেইরকমই একটা পুরস্কার। বলিউডের অনেক তাবড় তাবড় অভিনেতা এই পুরস্কারের জন্য মুখিয়ে থাকলেও নাসিরউদ্দিন শাহের (Naseeruddin Shah Filmfare Awards) কাছে এসব একেবারেই মূল্যহীন। অভিনেতার দাবি তিনি নাকি এইসব ট্রফি দিয়ে নাকি তিনি বাথরুমের হাতল (Washroom Door Handle) তৈরি করেছেন।

এক সাম্প্রতিক সাক্ষাতকারে এমনটাই দাবি করেছেন নাসিরউদ্দিন শাহ। যা শুনে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে গেছে নেটিজেনদের। এই বর্ষীয়ান অভিনেতা বলেন, “আমার কাছে ফিল্মফেয়ার পুরস্কারের কোনও মূল্য নেই। এই ট্রফিকে খামারবাড়ির বাথরুমগুলির দরজার হাতল হিসেবে ব্যবহার করি আমি।”

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ কেরিয়ারে মোট তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অভিনেতা। এছাড়া জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনবার। যে কোন অভিনেতার কাছেই বিষয়টা স্বপ্নের মত হলেও এর কোনও গুরুত্ব তার কাছে নেই বলেই দাবি নাসিরুদ্দিনের। বলে রাখি, ‘আক্রোশ’, ‘চক্র’ ও ‘মাসুম’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন নাসিরুদ্দিন শাহ।

বলিউড,বিনোদন,গসিপ,ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড,নাসিরউদ্দিন শাহ,আমির খান,বাথরুমের হাতল,সলমন খান,অ্যাওয়ার্ড অনুষ্ঠান,Bollywood,Entertainment,Gossip,Filmfare Awards,Aamir Khan,Salman Khan,Award Show,Naseeruddin Shah,Naseeruddin Shah Filmfare Awards,Washroom Door Handles,Washroom Door Handle

তবে জেনে অবাক হবেন যে, প্রথমবার পুরস্কার নিতে গেলেও বাকি দু’বার আর অনুষ্ঠানে শামিল হননি। এই বিষয়ে নাসিরউদ্দিন বলেন, “যে কোনও চরিত্রেই অভিনয়ের জন্য শিল্পীরা নিজের সেরাটা দেন। কিন্তু পুরস্কার দেওয়ার সময় সেখান থেকে যদি একজনকে সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়া হয়, সেটা কি আদৌ ন্যায়সঙ্গত?”

বর্ষীয়ান অভিনেতার আরো সংযোজন, “আমি এই পুরস্কারগুলো নিয়ে একেবারেই গর্ববোধ করি না। পরের দু’বার আমি পুরস্কার নিতেও যাইনি। পরে পুরস্কার কমিটি আমার বাড়িতে অ্যাওয়ার্ডগুলি পৌঁছে দিয়ে গিয়েছে। ট্রফিগুলো আমার খামারবাড়িতে রাখা আছে। বাথরুমের হাতলগুলো ওই ফিল্মফেয়ার ট্রফি দিয়ে তৈরি করেছি।”