বলিউড,বিনোদন,গসিপ,নারী চরিত্র,আয়ুষ্মান খুরানা,কমল হাসান,রিতেশ দেশমুখ,Bollywood,Entertainment,Gossip,Ayushman Khurana,Kamal Haasan

Moumita

নওয়াজ প্রথম নন, এর আগেও নারী চরিত্রে দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছেন এই ৪ বলিউড অভিনেতা

সদ্যই প্রকাশিত হয়েছে নওয়াজউদ্দীন সিদ্দিকীর নতুন ছবি ‘হাড্ডি’র লুক। গ্ল্যামারাস চুল, ঝলমলে গাউন আর লাল লিপস্টিকে অভিনেতাকে দেখে রীতিমত হতভম্ব দর্শকরা। সবারই প্রশ্ন, এও সম্ভব? সত্যিই তাই, অভিনেতার নতুন লুক দেখে চেনা দায় যে, তিনি আসলে ছেলে না মেয়ে। তবে জানিয়ে রাখি বি টাউনের ইতিহাসে কিন্তু এটাই প্রথম নয় যে, কোনো অভিনেতা নারী চরিত্রে অভিনয় করছেন। আজ এমনই কিছু শিল্পীর কথা বলবো যাদের নিখুঁত এক্সপ্রেশন আর অভিনয় মানুষকে ভাবতে বাধ্য করেছিলো যে, তিনি আসলে ছেলে না মেয়ে?

   

১) আয়ুষ্মান খুরানা : ড্রিম গার্ল ছবিতে সীতার সাথে রাধার চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা। তার অভিনয় এতোটাই নিখুঁত ছিলো যে খুব স্বাভাবিক ভাবেই টক অফ দ্য টাউন হয়ে উঠেছিলেন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,নারী চরিত্র,আয়ুষ্মান খুরানা,কমল হাসান,রিতেশ দেশমুখ,Bollywood,Entertainment,Gossip,Ayushman Khurana,Kamal Haasan

২) রিতেশ দেশমুখ : আপনা স্বপ্না মানি মানি এবং হামশকল, এই দুটি ছবিতে নারী চরিত্রে অভিনয় করেছেন রিতেশ। তাকে একজন মেয়ের গেট আপে দেখা হাস্যকর হলেও অভিনয়টা বেশ ভালোই করেছিলেন।

বলিউড,বিনোদন,গসিপ,নারী চরিত্র,আয়ুষ্মান খুরানা,কমল হাসান,রিতেশ দেশমুখ,Bollywood,Entertainment,Gossip,Ayushman Khurana,Kamal Haasan

৩) গোবিন্দা : এই তালিকায় যদি গোবিন্দার নাম না আসে তাহলে তালিকাটাই অসম্পূর্ণ থেকে যাবে। ‘আন্টি নং ওয়ান’ ছবিতে তার দূর্ধর্ষ অভিনয় আজও ভোলার নয়।

বলিউড,বিনোদন,গসিপ,নারী চরিত্র,আয়ুষ্মান খুরানা,কমল হাসান,রিতেশ দেশমুখ,Bollywood,Entertainment,Gossip,Ayushman Khurana,Kamal Haasan

৪) কমল হাসান : কমল হাসান অভিনিত সেরা ছবিগুলির মধ্যে নিঃসন্দেহে ‘চাচি ৪২০’ অন্যতম। আপনি যদি এই ছবি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখা উচিত।