Neem Phooler Madhu

Neem Phooler Madhu: শুধু প্রশংসা নয়, পাচ্ছেন সমালোচনাও, ‘বাবুউউর মা’ হয়ে মৃত্যুকামনা জুটছে অরিজিতার

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে যে কয়টি বাংলা সিরিয়াল(Bengali Serial) সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার(Zee Bangla) ‘নিম ফুলের মধু'(Neem Phooler Madhu),  বিগত কিছু মাস ধরে টিআরপি তালিকাতে সেরা ৫-এর মধ্যে জায়গা করে নিচ্ছে এই সিরিয়াল। এই ধারাবাহিকে সৃজন, পর্ণা, রুচিরা, চয়ন ছাড়াও আরো কিছু চরিত্র আছে যাদের নিয়ে খুব আলোচনা চলে। তেমনি এক জনপ্রিয় চরিত্র হলো ‘বাবুর মা।’

পর্দায় যিনি কৃষ্ণা দত্তের চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে(Arijita Mukherjee) এই বাবুউর মা’র চরিত্রে অভিনয়ের জন্য একদিকে যেমন প্রশংসা জুটেছে ঠিক তেমনি শুনতে হয়েছে তীব্র সমালোচনা। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসে নিজের জীবনের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। রাস্তাঘাটে কেউ বেরোলে এখন তাকে ‘বাবুর মা’ কিংবা ‘বাবুউউ’ বলে ডাকেন।

আর অভিনেত্রীদের এই মন্তব্যে মঞ্চে সকলেই হেসে ওঠে। তবে তার অভিনয়ের প্রশংসা করলেও এই চরিত্রের জন্য বারবার জুটেছে নেতিবাচক মন্তব্য। এমনকি তাকে ব্যক্তিগত আঘাতও করা হয়েছে। তবে এইসব সমালোচনাকে কখনোই পাত্তা দেননি অভিনেত্রী অরিজিতা। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া নানা রকমের মিম নিয়ে তিনি নিজেই রীতিমতো মজা করে। তবে এক্ষেত্রে ব্যক্তিগত কোন মন্তব্য এলে সেক্ষেত্রে তার খারাপ লাগে।

Neem Phooler Madhu

আরও পড়ুন: Alor Kole: নায়ক নয়, প্রযোজক হিসেবে কেমন প্রসেনজিৎ? মুখ খুললেন ‘আলোর কোলে’র কৌশিক-স্বীকৃতি

সম্প্রতি জনপ্রিয় সংবাদমাধ্যম আজ তাকের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমাকে অনেকে মিম পাঠায়। আমাদের একটা গ্রুপ আছে নিম ফুলের মধু-র সবাইকে নিয়ে। যার নামে মিম বের হয়, ওখানে সব শেয়ার করা হয়। আমাকে নিয়ে যে কত কুৎসিত মিম বেরিয়েছে কি বলবো। এই কিছুদিন আগে ভূত চতুর্দশীতে একটা অদ্ভুত মিম বানিয়েছিল যা দেখে হেসে লুটেপুটি খাই আমরা।”

Neem Phooler Madhu

এর পাশাপাশি তার জীবনে ব্যক্তিগত আঘাত প্রসঙ্গে অভিনেত্রী বলেন যে একটি অভিনয়ের মধ্যে ভালো এবং খারাপ দুটো দিকই থাকে। ভালো খারাপের দ্বন্দ্বটাই একটি গল্পকে এগিয়ে নিয়ে যায়। এই গল্পের জন্য কৃষ্ণা দত্তকে যখন খারাপ হতে হচ্ছে তার মানে বুঝতে হবে যে গল্পের চরিত্রের খাতিরে তাকে এমনটা করতে হচ্ছে। দর্শকের কৃষ্ণাকে খারাপ লাগতেই পারে এই নিয়ে তার কোন মন্তব্য নেই। তবে কথাগুলো যখন ব্যক্তি আক্রমণ হিসেবে একজন অভিনেতাকে বলা হয় তখন অভিনেত্রী মনে করেন যে কি করে এতটা নিচে একজন মানুষ নেমে যেতে পারে?

neem phooler madhu 4

আরও পড়ুন: Neem Phooler Madhu: বড়পর্দায় এন্ট্রি নিচ্ছেন ‘পর্ণা’! নিজের মুখেই যা জানালেন পল্লবী শর্মা

এই প্রসঙ্গে অভিনেত্রী আরো বলেন, “নেতিবাচক মন্তব্য আমি নিজে না পড়লেও সেগুলি আমার কাছের মানুষজন পড়েন আর তাদের ভীষণ খারাপ লাগে। আমার মায়ের চোখেও বেশ কিছু খারাপ কমেন্ট পড়েছে। যেগুলো চরিত্রকে নিয়ে বলা হয় সেগুলোতে মা কোন কথা বলে না কিন্তু ব্যক্তিগতভাবে আঘাত করলে মায়েরও খুব খারাপ লাগে। একবার একজন লিখেছিল, আপনার কঠিনতম রোগ হোক, আপনি বিছানায় পড়ে থাকুন, তাহলে আমরা শান্তি পাই। আমার মনে হয় কোন প্রকৃত দর্শক এমন কমেন্ট কখনোই করবেন না।”

Papiya Paul

X